X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৭

ঢাকা আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবী সাদা পেনেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে বিজয়ী হয়েছে। অপর দিকে বিএনপিপন্থী আইনজীবী পেয়েছন ৬টি পদ।
নির্বাচন কমিশনের সদস্য তাছলিমা ইয়াসমিন (দিপা) বাংলা ট্রিবিউনকে জানান, সাদা পেনেল অফিস পদে ৯টি এবং সদস্য পদে ১২টি জয় পেয়েছে, অন্যদিকে নীল পেনেল পেয়েছে অফিস পদে ৩টি এবং ৩টি সদস্য পদে। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টায় এই ভোট গণনা শুরু করে ভোর ৫টা পর্যন্ত চলে।
নির্বাচনে আওয়ামীপন্থী সমর্থিত সাদা প্যানেলে অফিস পদে বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, ক্রীড়া সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।
সদস্য পদে সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট আমিনুল আহসান মাসুম, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, নুরুল ইসলাম, তালুকদার, তাইবুর রহরহমান তুহিন ও মোহাম্মাদ নুর হোসেইন।

বিএনপিপন্থী সমর্থিত নীল পেনেল অফিস পদে বিজয়ী হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম।

সদস্য পদে নীল প্যানেলে বিজয়ী প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আব্দুল মোমেন খান মামুন ও মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা।
২০১৬-২০১৭ কার্যকরী কমিটির নির্বাচনে মোট ১৫ হাজার ৫০ জন আইনজীবী ভোটারের মধ্যে অংশগ্রহণ করেন ৮ হাজার ১৩৪ জন ভোটার। প্রথম দিন বুধবার ২ হাজার ৯৭৫ জন এবং বৃহস্পতিবার ৫ হাজার ১৫৯ জন ভোটার অংশগ্রহণ করেন।

নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২৭টি পদের জন্য ৬৫ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন, সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং ক্রীড়া সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহারসহ ১৫টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল আহসান মামুন, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, মো. আলাউদ্দিন খান, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, মোহাম্মাদ খায়রুল ইসলাম, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন, মোহাম্মাদ সাইফুজ্জামান টিপু ও মোহাম্মাদ নুর হোসেইন।

অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সভাপতি পদে অ্যাডভোকেট মো. খোরশেদ আলম  এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, সম্পাদকীয় পদে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কায়ছার রাহাত, লাইব্রেরি সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ চৌধুরীসহ ১৫টি সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আজমেরী আহমেদ চৈতি, মো. আব্দুল মোমেন খান মামুন, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ রোকনুজ্জামান সুজা, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মোসা. জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ আকতারুল ইসলাম আক্তার এবং সৈয়দ মোহাম্মাদ মাইনুল হোসেইন অপু।

সাদা প্যানেলের সভাপতি প্রার্থী গত ২টি নির্বাচনে এবং সাধারণ সম্পাদক প্রার্থী গত ১টি নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, গত ২০১৪-২০১৫ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল ২৫টি পদের মধ্যে ৬টি সদস্য পদে এবং নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদেই জয়লাভ করেন এবং ২০১৫-২০১৬ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল সিনিয়র সহ-সভাপতিসহ ২৫টি পদের মধ্যে ৫টি এবং নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদেই জয়লাভ করেন।

/টিএইচ/এএইচ/

সদস্য পদে সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরাহলেন, অ্যাডভোকেট আমিনুল আহসান মাসুম, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগমআজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুরজাহান আক্তারপারভীন, মরিয়ম বেগম তুলি, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, নুরুল ইসলাম,
 
তালুকদার, তাইবুর রহরহমান তুহিন ওমোহাম্মাদ নুর হোসেইন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!