X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খালেদার গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি পুলিশ

জামাল উদ্দিন
০৩ এপ্রিল ২০১৬, ২১:১১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২১:১৫

খালেদা জিয়া যাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি পুলিশ। পরোয়ানা হাতে পেলে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ  নেবে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তবে আগামী ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে এ মামলায় খালেদা জিয়া জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবিরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে গত বছর ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লাগাতার এই অবরোধের মধ্যে গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ২৯ জন যাত্রী মারাত্মক দগ্ধ হন।
ঘটনার পরদিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। দগ্ধদের মধ্যে নূর আলম (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গত বছরের ১৯ মে গোয়েন্দা পুলিশ আদালতে খালেদা জিয়াসহ ২৮জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু গত চারদিনেও আদালত থেকে ওই গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেনি।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান রবিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা তারা এখনও পাননি। তিনি বলেন, এ গ্রেফতারি পরোয়ানা তাদের থানায় নাও পৌঁছাতে পারে। কারণ, তার বাসা হচ্ছে গুলশানে। আদালত চাইলে সরাসরি নিজেরা, কিংবা থানা পুলিশের মাধ্যমে গুলশানেও এই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দিতে পারেন।

এদিকে রবিবার খালেদা জিয়ার আইনজীবি সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় আগামী ৫ এপ্রিল খালেদা জিয়া বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। তিনি বলেন, খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস