X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্লু ইকোনমিতে সহযোগিতা করতে চায় চীন

শেখ শাহরিয়ার জামান
২৮ এপ্রিল ২০১৬, ১৭:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:১৫

সমুদ্র বঙ্গোপসাগরের সম্পদ আহরণে টেকসই পরিকল্পনা করছে সরকার। আর সে পরিকল্পনা বাস্তবায়নে চীন প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশও সক্ষমতা বাড়াতে চীনের সহায়তা নিতে চায়। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ব্লু ইকোনমি বিষয়ে চীনের জ্ঞান অনেক বেশি এবং তারা আমাদের এ বিষয়ে সাহায্য করতে চায়।’
তিনি বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ওইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চীনের মন্ত্রী ব্লু অর্থনীতিতে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।’
এর আগে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং ঝুয়ানুর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে চীন এ বিষয়টি তুলে ধরে।
২০১৩ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বঙ্গোপসাগরে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার অঞ্চলের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের প্রায় তিন চতুর্থাংশ জায়গার সমান বঙ্গোপসাগরের সম্পদ থেকে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। বঙ্গোপসাগর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান, ‘সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে চীনের আগ্রহের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ সুমদ্রের সম্পদ টেকসই উপায়ে আহরণ করতে চায়। তবে এটা করার জন্য আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে।’
উদাহারণ হিসেবে তিনি বলেন, ‘গত ২০০ বছর ধরে আমরা সুমদ্রের পানি থেকে লবণ সংগ্রহ করি। কিন্তু একইসঙ্গে এর যে অন্য ব্যবসা করা সম্ভব, সে চেষ্টা আমরা কখনও করিনি।’
তিনি বলেন, ‘লবণ সংগ্রহের সময় এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যার নাম আর্মেনিয়া এবং এটি অত্যন্ত উচ্চমূল্যে বিক্রি হয়। কিন্তু আমাদের চাষিরা এ বিষয়ে জানেন না। এ ধরনের আরও অনেক বিষয় আছে যেটা জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সহজে বাংলাদেশ বাস্তবায়ন করতে পারবে।’

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা