X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
নাম বদলে টিকে থাকার চেষ্টা

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!

রশিদ আল রুহানী
০৩ আগস্ট ২০১৬, ১১:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:০৯

পিস স্কুলের পাঠানো খুদে বার্তা

'সাউথশোর' নামে রেজিস্ট্রেশন করেছে লালমাটিয়ায় অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুল। স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার (২ আগস্ট) বিকালে অভিভাবকদের দুদফা খুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নাম পরিবর্তনের এখন কোনও সুযোগ নেই।

বুধবার সকালে লালমাটিয়ার বি ব্লকের ৫/৭ নং বাড়িটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের সামনে থাকা সব সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। এমনকি যে বাড়িতে স্কুলটি ছিল ওই বাড়ির নেমপ্লেট ও খুলে ফেলা হয়েছে। স্কুলটির প্রধান দুটি ফটকও বন্ধ।

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!

স্কুলটির সামনের এক বাড়ির দারওয়ান জানান, মঙ্গলবার বিকালেই স্কুল কর্তৃপক্ষ সাইনবোর্ড খুলে ফেলেছে।

বুধবার স্কুলটির সামনে কয়েকজন অভিভাবক স্কুলের সামনে ভিড় জমিয়েছিলেন। কেজির শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, মঙ্গলবার বিকালে ও রাতে দুটি খুদে বার্তা দিয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন স্কুলের নাম পরিবর্তন করে 'সাউথশোর' নামে রেজিস্ট্রেশন করেছে।

স্কুলের সামনে

স্কুল কর্তৃপক্ষের পাঠানো প্রথম খুদে বার্তায় লেখা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আমাদের স্কুলটি বন্ধ রাখতে হচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার স্কুলটি বন্ধ রাখা হচ্ছে। ইনশাহাআাল্লাহ আগামী রবিবার (৭ আগস্ট) থেকে স্কুলটি নতুনভাবে চালু হবে।’

অন্য এক বার্তায় জানানো হয়েছে, ‘আমরা আপনাদেরকে জানাতে পেরে আনন্দিত যে, পিস ইন্টারন্যাশনাল স্কুলটির নাম পরিবর্তন করে সাউথশোর নাম দেওয়া হয়েছে। স্কুলটির বই, ডায়েরিতেও দ্রুত নাম পরিবর্তন করা হবে।’

স্কুল বন্ধ করা প্রসঙ্গে অভিভাবকরা বলেন, হুট করেই স্কুলটি বন্ধ করে তাদের সন্তানদের বিপদে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারপর বন্ধ করা উচিত ছিল।

শুভ আহমেদ নামে এক অভিভাবক বলেন, ‘আমরা তো জানি স্কুলটি সরকারি কারিকুলামের বই পড়ায়। স্কুলটির বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা কতটুকু সত্যি তা সরকারই ভালো জানে। তবে আমাদের সন্তানদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ সরকারের কাছে।’

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!

তিনি আর বলেন, ‘আমার ছেলে মাত্র প্লে-তে পড়ে। কিছুদিন আগে ভর্তি করেছি। বেতনসহ সব টাকা দিয়েছি। মাত্র কয়েকটি ক্লাস হয়েছে। বছরের মাঝে হুট করে স্কুল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছি।’

স্কুলের নাম পরিবর্তন বিষয়ে জানতে স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়ে। তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আজ বুধবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, স্কুলের নাম পরিবর্তন করার সুযোগ নেই। এছাড়া সাউথশোর নামে তারা নতুন করেও কোনও রেজিস্ট্রেশন করেনি। অন্তত গত এক থেকে দুই মাসের মধ্যে সেটা করেনি। তবে অনেক আগে এই নামে রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে কি না তা জানিনি। আমি খোঁজ নিয়ে দেখবো।’

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?