X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

রিশার ঘাতক ওবাইদুলের বোন ও ভগ্নিপতি আটক

দিনাজপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৬:০৮আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১১:৫৫

রিশার ঘাতক ওবাইদুলের বোন ও দুলাভাই। ওবাইদুলের সন্ধানে তাদের আটক করেছে পুলিশ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার ঘাতক ওবাইদুল দিনাজপুরেই পালিয়ে ছিল। তবে তার পরিচয় জানাজানি হওয়ার পর থেকে সে দিনাজপুর থেকে গা ঢাকা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কেউ কেউ তাকে দেখেছে। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার বোন মোছাম্মৎ খাজিদা বেগম এবং ভগ্নিপতি খাদেমুল ইসলামকে আটক করেছে। তবে পরিবারের বাকি সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে যাওয়া হলে তার বাড়িতে তালা ঝোলানো দেখা যায়। এ সময় কথা হয় এলাকাবাসীর সঙ্গে। এলাকাবাসী জানায়, প্রায় ৫ বছর আগে তার পিতা মারা গেছে। বাড়িতে থাকতো তার সৎ মা আখেলিমা, সৎ ভাই কালু ও আতিকুল। তবে তারাও এখানে সবসময় থাকতেন না। পিতার মৃত্যুর পরও ছুটিতে ওবাইদুল এখান আসতো, ঈদও পালন করতো এখানে। গত সোমবার দুপুরে স্থানীয় লাটের বাজারে তাকে অনেকেই দেখেছেন। কিন্তু তখন পর্যন্ত বিষয়টি কেউ আঁচ করতে পারেনি। সোমবার রাতে পুলিশের অভিযানের পর বিষয়টি জানাজানি হয়ে পড়ে। তবে তার আগেই সটকে পড়েছে ওবাইদুল।

মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাচ্চু মিয়া জানান, ওবাইদুলের পিতা আব্দুস সামাদ ৩টি বিবাহ করেছেন। পেশায় তিনি ছিলেন বিভিন্ন খাদ্যশস্যের পাইকার। এলাকার লোকজন তাকে আব্দুস সামাদ পাইকার নামেই চিনতো। প্রথম স্ত্রী বুধিরন ১ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যাওয়ার পর চন্দনী বেগমকে বিয়ে করেন তিনি। পরে দ্বিতীয়পক্ষেও ১ ছেলে এবং ৪ মেয়ে র জন্ম হয়। মাত্র ৬-৭ বছর বয়সেই ওবাইদুলের মা চন্দনী বেগম মারা যায়। তখন সে ছিল স্থানীয় চকদফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এর পর বেশিদূর পড়ালেখা করা সম্ভব হয়নি তার। যখন তার বয়স ১০, তখনই তার বাবা আব্দুস সামাদ পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা শহরের ম্যাজিক কোর্ট টেইলার্সে তাকে রেখে আসেন। এরপর আব্দুস সামাদ বিয়ে করেন আখেলিমা নামে স্বামী পরিত্যক্ত এক মহিলাকে। ৫ বছর আগে তার পিতা আব্দুস সামাদ মারা যায়। গত ২০১০ সালের দিকে ঠাকুরগাঁও থেকে ওবাইদুল ঢাকায় যায়।

স্কুলছাত্রী রিশার হত্যাকারী হিসেবে অভিযুক্ত ওবায়দুল

ওবাইদুলের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার সকালে তার সঙ্গে ওবাইদুলের দেখা হয়। সে শুধু জানিয়েছিল, ঢাকা থেকে বেড়াতে এসেছে। এছাড়া তেমন কোনও কথা হয়নি। সর্বশেষ রবিবার বিকালেও তার সঙ্গে দেখা হয়েছে। তবে তার চেহারায় এমন কোনও ছাপ ছিল না।

ওবাইদুলের বোন মোছাম্মৎ খাজিদা বেগম জানান, গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাদের বাড়িতে আসে ওবাইদুল। সকালে নাস্তা করার পর আর কিছু খায়নি। দুপুরে গোসল করে বাড়ি থেকে সে বেড়িয়ে যায়। এরপর আর কোনও যোগাযোগ হয়নি। এমন একটি ঘটনা ঘটিয়েছে বিষয়টিও তাদেরকে জানায়নি।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিদুল ইসলাম মাষ্টার জানান, ওবাইদুল শুধু মেয়েটিকেই হত্যা করেনি কলঙ্কিত করেছে গ্রামটিকেও। বিষয়টি আগে জানা থাকলে তিনিই ধরিয়ে দিতেন ওবাইদুলকে। যদি ওবাইদুলকে এলাকায় আবারও দেখা যায় তাহলে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

দিনাজপুরের বীরগঞ্জে ঘাতক ওবাইদুলের বাড়ি

এদিকে সোমবার সন্ধ্যায় রমনা থানার এসআই মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘাতক ওবাইদুলের নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। তবে তাদের অভিযানের আগেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় পরিবারের অপর সদস্যরা।

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রমনা থানা পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশ ঘাতক ওবাইদুল খান (২৯)’এর নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য বোন ও দুলাভাইকে আটক করা হয়।’

পুলিশ আসার খবর পেয়ে পালিয়েছে ঘাতক ওবাইদুলের স্বজনরা

উল্লেখ্য, কাকরাইলে গত বুধবার বখাটে এক যুবকের ছুড়িতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত্যুর আগে তাকে ছুরিকাঘাতের ঘটনায় ওবাইদুলকে অভিযুক্ত করে যায় সে।এই ঘটনায় রিশার মা বুধবারই ওবায়দুলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিয় দশ
প্রিয় দশ
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
বিশ্বকাপে সুযোগ না পেয়ে কলিন মুনরোর অবসর
বিশ্বকাপে সুযোগ না পেয়ে কলিন মুনরোর অবসর
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের