X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন অধিকতর যাচাইয়ে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৮

মন্ত্রিপরিষদের বৈঠক  (ফাইল ছবি)

সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির মূল্য বিদ্যমান মূল্যের দেড়গুণ বাড়িয়ে (জমির মূল মূল্যের তিন গুণ) স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে। তবে খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে  আইনটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য এ কমিটি গঠন করা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সভায় আইনমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রতিরক্ষা সচিব ও ভূমি সচিবকে সদস্য করা হয়েছে। এ কমিটিকে ভেটিংসহ আইনটি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পুনরায় উত্থাপন করতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, ‘বিদ্যমান আইনে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইন্টারেস্ট’ বিষয় দুটোর ব্যাখ্যা স্পষ্ট না হওয়ায় এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন করে আরও স্বচ্ছতা আনার ওপরে সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে আইনটি অধিকতর নিরীক্ষা করার জন্য ফেরত পাঠানো হয়েছে।’

শফিউল আলম বলেন, ‘অধিগ্রহণ করা জমির মূল্য নির্ধারিত হবে ওই মৌজায় গত ১২ মাসে জমি কেনা বেচার দলিলের ওপর নির্ভর করে।’

জমি অধিগ্রহণের জন্য নতুন আইন করার প্রয়োজন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিগ্রণ করা জমির মূল্য কম থাকায় এবং সামরিক সরকারের সময় অর্ডিনেন্স আইনে পরিণত করতে আদালতের বাধ্যবাধকতা আছে। ফলে নতুন করে এ আইন করতে হচ্ছে। এটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। একারণে এটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

এছাড়া মন্ত্রিপরিষদ সভায় পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারি করতে এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস আইন-২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় গত ২৯ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডব্লিউএস)-২০১৬-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না