X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণে গোপন প্রচারণায় নিবরাস মাদ্রাসা

এস এম আববাস
০৭ জানুয়ারি ২০১৭, ০৭:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৭:০০

প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণে গোপন প্রচারণায় নিবরাস মাদ্রাসা বাংলা ভাষাকে উপেক্ষা করে এবং প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণ করতে গোপনে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে ‘নিবরাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ কর্তৃপক্ষ। অভিযোগ আছে, এ প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, অনুষ্ঠিত হয় না কুচকাওয়াজ। আরবি ও ইংরেজি শিক্ষার শিক্ষার্থীদের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি করা এবং নৈতিকতা শেখানোর বয়ান দেওয়া হয় এ মাদ্রাসায়।

এছাড়াও আদর্শ নারী হিসেবে গড়ে তোলা ও ধর্মীয় নৈতিক শিক্ষায় উজ্জীবিত করার দোহাই দিয়ে শিক্ষার্থীদের ভর্তিতে প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। ভর্তির সময় নভেম্বর-ডিসেম্বর বলা হলেও জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভর্তির জন্য প্রচারণায় নেমেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পঞ্চম শ্রেণির পাঠদানে ‘সরকারি অনুমতি আছে’ বলা হলেও ছাত্র ভর্তি করানো হচ্ছে প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত। গত ডিসেম্বরে ছাত্র ভর্তিতে প্রচারণার জন্য মোহাম্মদপুর এলাকার বিভিন্ন রোডে ছোট সাইনবোর্ড এবং বড় ব্যানার টানিয়ে প্রচারণা চালানো হয়। কিন্তু প্রচারণার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে টানানো ব্যানার উধাও হয়ে যায়। এক মাস পরে শুক্রবার (৬ জানুয়ারি) আবারও ব্যানার দেখা যায় মোহাম্মদী হাউজিং এলাকার রাস্তায়। প্রচারণার অংশ হিসেবে ওই এলাকার রাস্তায় হ্যান্ডবিলও ছড়ানো হয়েছে।

হ্যান্ডবিলে শিক্ষার উদ্দেশ্য হিসেবে- জ্ঞানের সমৃদ্ধি, দক্ষতা অর্জন ও আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনের কথা উল্লেখ করা হয়।

প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণে গোপন প্রচারণায় নিবরাস মাদ্রাসা প্রতিষ্ঠানটির ছড়ানো হ্যান্ডবিলে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়, ‘আমাদের দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা তিনটি উদ্দেশ্যের মধ্যে প্রথম দুটি অর্জন করেছে। তবে শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন/মূল্যবোধ তৈরিতে সফলতা আসেনি। ফলে দেশে অনাচার, অবিচার, দুর্নীতি অব্যাহত রয়েছে। কারণ প্রচলিত শিক্ষায় শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তোলার ব্যবস্থা অপ্রতুল।’  

হ্যান্ডবিলে এই প্রতিষ্ঠানে পড়লে ১১টি উদ্দেশ্য পূরণ হবে বলে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে আরবি ও ইংরেজি শিক্ষায় দক্ষ হওয়া যাবে, আল্লাহভীতি অর্জনের মাধ্যমে নৈতিকতা হবে উজ্জীবিত, গার্লস বিভাগের জন্য পৃথক ক্লাস, আদর্শ নারী হিসেবে গড়ে তোলা; ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ সাধারণ বিষয় ইংরেজিতে এবং ইসলামী বিষয়গুলো আরবি ভাষায় পড়ানো হবে।

সন্তানের ভবিষ্যৎ গঠনে অন্য কোথাও ভর্তি করানোর আগে অভিভাবকদের নিবরাস ক্যাম্পাসে ঘুরে সিলেবাস ও কারিকুলাম সম্পর্কে ধারণা নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে হ্যান্ডবিলে।

প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণে গোপন প্রচারণায় নিবরাস মাদ্রাসা হ্যান্ডবিলের শেষ পাতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীর ছবি, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ এবং সাবেক বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে। হ্যান্ডবিল এবং ব্যানারে নিবরাস মাদ্রাসার মূল ক্যম্পাস উল্লেখ করা হয়েছ বনশ্রী আবাসিক এলাকায়। এছাড়াও মোহাম্মদপুরের আদাবরে পিসিকালচারে আরেকটি শাখার রয়েছে মাদ্রাসাটির।

মাদ্রসাটির নিবন্ধন আছে কিনা- জানতে চাইলে মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি আলিয়া মাদ্রসা। পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমোদন রয়েছে। এই ক্যাম্পাসে অষ্টম শ্রেণি পর্যন্ত ও মূল ক্যম্পাসে নবম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।’

সপ্তম শ্রেণি এবং অষ্টম শ্রেণির পর শিক্ষার্থীরা সার্টিফিকেট পরীক্ষায় কীভাবে অংশ নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘তামিল মিল্লাত কামিল মাদ্রসার মাধ্যমে শিক্ষার্থীরা ওই পরীক্ষায় অংশ নেবে।’

রাজধানীর প্রধান রাস্তায় ব্যনার না টানিয়ে পাড়া-মহল্লায় ব্যানার টানানো হচ্ছে কেন জানতে চাইলে ওলিউল্লাহ খান বলেন, ‘সিটি করপোরেশন ঝামেলা করে। ওরা উঠিয়ে দেয়।’

প্রচলিত শিক্ষাকে ‘ব্যর্থ’ প্রমাণে গোপন প্রচারণায় নিবরাস মাদ্রাসা এ বিষয়ে নিবরাস মাদ্রসার উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৭ সালে নিবরাস মাদ্রসা প্রতিষ্ঠিত। মাদ্রাসা নিবন্ধনের জন্য আবেদন দেওয়া আছে। নিবরাস ফাউন্ডেশন এই মাদ্রাসাটি পরিচালনা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা সাইনবোর্ড সরিয়ে নেইনি। হয়তো অন্যরা সরিয়েছে।’ 

কুচকাওয়াচে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না কেন- জানতে চাইলে মাদ্রাসাটির আরবি শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘জায়গা স্বল্পতার কারণে বড়দের (ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি) কুচকাওয়াচ করানো হয় না, তবে ছোটদের করানো হয়। আর শ্রেণিকক্ষে ১০/১৫ মিনিটের জন্য জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। 

/এসএমএ/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন