X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে যোগদানের জন্য আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জার্মানির উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথম বাংলাদেশের কোনও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। এতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আগামীকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষমাত্রার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রোহিঙ্গা ইস্যুসহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করবেন মের্কেল ও প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে।
মিউনিখ কনফারেন্সে পোলান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্কসহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এ সম্মেলনে ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রিন পিস, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী এ সম্মেলনের জলবায়ু নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এ বিষয়ক আলোচনায় বিভিন্ন দেশের প্রাপ্তি-অপ্রাপ্তি, দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে খাদ্য, পানি, পরিবেশ ও উদ্বাস্তু বিষয়ক বিভিন্ন বিষয় স্থান পাবে।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়সমূহের সংশ্লিষ্টতা, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জলবায়ু আলোচনার ভবিষ্যৎ রূপরেখা ও নেতৃত্ব, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক বাহিনীকে সম্পৃক্তকরণ প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত করা হবে।

আরও পড়ুন-

অবৈধ বাংলাদেশিদের ইইউ থেকে ফেরত পাঠানো হবে

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি