X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রতিটি কারখানায় সেফটি কমিটি থাকা বাধ্যতামূলক: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৫:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:০৪

শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলাদেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত বাংলাদেশে এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও এ কমিটি গঠন করা হবে।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়ও অনুষ্ঠানে শ্রমপ্রতিমন্ত্রী, আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাস বিরেডডি, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি বের করা হবে এবং সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আরও জানানো হয়, এছাড়াও আগামী শুক্রবার জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে তেজগাঁও কলেজের সামনে থেকে সকাল ১০টায় র‌্যালি বের হবে।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা