X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠাতে আগ্রহী লেবানন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ২১:৫৯আপডেট : ১৬ মে ২০১৭, ২২:২১

ত্রিপোলির গভর্নরের সঙ্গে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠাতে আগ্রহী লেবানন। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র ত্রিপোলির গভর্নর রামজি নোহরার সঙ্গে বৈঠকের সময়ে গভর্নর এ আগ্রহের কথা জানান।

গত শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হলেও আজ মঙ্গলবার লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে রাষ্ট্রদূত মোতালেব সরকার বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতি বিষয়ে রামজি নোহরাকে অবহিত করেন। এসময় ঢাকায় ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ ব্যক্ত করেন ত্রিপোলির গভর্নর। বাংলাদেশ সফরের সময়ে তাদের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেন রাষ্ট্রদূত ।  

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূলত ত্রিপোলি শহরে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনার জন্যই গর্ভনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত মোতালেব সরকার। তিনি এসময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য গভর্নরের সহায়তা চান।

ত্রিপোলির গর্ভনর রামজির সঙ্গে লেবাননে নিয়ুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

রাষ্ট্রদূত বলেন, কিছু বাংলাদেশি কর্মী তাদের কর্মস্থলে ঠিকমতো বেতন পাচ্ছে না, ওভারটাইম করতে বাধ্য হচ্ছে এবং তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করা হচ্ছে না। এছাড়া বাংলাদেশিরা যেন হাসপাতালে স্বাস্থ্যসেবা পায় সেজন্যও গভর্নরকে অনুরোধ করেন তিনি।

এর জবাবে গভর্নর নোহরা রাষ্ট্রদূতকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এরপর রাষ্ট্রদূত ত্রিপোলি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তৌফিক ডাবৌসি এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত তাদেরকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের বিষয়ে জানালে ডাবৌসি বলেন, এটি তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তিনি রাষ্ট্রদূতকে আরও বড় আকারের বৈঠকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ব্যাখ্যা করার জন্য আবার ত্রিপোলি সফরের অনুরোধ জানান।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা