X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা : এমপি রানাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

টাঙ্গাইল সংবাদদাতা
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১০

টাঙ্গাইলের আদালতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি রানা (ছবি-প্রতিনিধি)

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা,তার চার ভাইসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর)আমানুর রহমান খান রানাকে সকাল ৯টায় টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। এরপর বেলা ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুনানির জন্য তাকে হাজির করা হয়।এসময় আসামি পক্ষ থেকে কারাগারে চিকিৎসার জন্য আবেদন, পুনঃতদন্ত মামলাটি বাতিলের আবেদন জানালে বিচারক আবুল মনসুর মিয়া আবেদন দুটি খারিজ করে শুধু চিকিৎসার আবেদনটি আমলে নেন। শুনানি শেষে ফারুক আহম্মেদ হত্যা মামলার সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৮ অক্টোবর সাক্ষীদের শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এ মামলায় ২৩ জন সাক্ষী রয়েছেন। শুনানি শেষে এমপি রানাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

শুনানি চলাকালে আদালত চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

এ মামলার বাদী পক্ষের আইনজীবী এস.আকবর খান জানান, এর আগেও অসুস্থতাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে কাশিমপুর কারা কর্তৃপক্ষ এমপি রানাকে আদালতে হাজির না করায় এই হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আটবার পিছিয়েছে। নবম বারে হাজির হওয়ায় শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়েছে।

নিহত ফারুক আহম্মেদের স্ত্রী এ মামলার বাদী নাহার আহম্মেদ জানান, আমি আজ  অত্যন্ত খুশি। দীর্ঘদিন পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ায় খুনিদের সঠিক বিচার হবে বলে আশা করছি।

আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জহির জানান,কারাগারে চিকিৎসার জন্য আবেদন, পুনঃতদন্ত ও মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালত চিকিৎসার আবেদনটি আমলে নেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এলাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে এ মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেফতার হন। আদালতে তাদের স্বীকারোক্তিতে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে আমানুর ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত বছর ১৮ সেপ্টেম্বর এ আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী