X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লোকসানের কারণে মাঠ ছাড়ছেন ওএমএস ডিলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৩

রাজধানীতে খোলা বাজারে কম দামে চাল-আটা বিক্রি (ছবি- সংগৃহীত) চালের দাম বাড়ার কারণে পরিস্থিতি সামাল দিতে সরকার রাজধানীতে খোলাবাজারে কম দামে চাল-আটা বিক্রির যে ‘ট্রাক সেল’ কর্মসূচি চালু করেছে, তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ‘কমিশন কম হওয়ায় লোকসান দিতে হচ্ছে’ এমন অভিযোগে ডিলাররা চাল-আটা বিক্রি করতে চাচ্ছেন না। ফলে ঢাকায় ১২০টি ট্রাকে করে চাল-আটা বিক্রির কথা থাকলেও শনিবার (২৩ সেপ্টেম্বর) তা নেমে আসে ২৩টিতে।

সরকার গত ১৭ সেপ্টেম্বর থেকে খাদ্য অধিদফতরের তদারকিতে ডিলারের মাধ্যমে ট্রাকে করে খোলাবাজারে প্রতি কেজি আতপ  চাল ৩০ টাকা এবং আটা ১৭ টাকা হিসাবে বিক্রি শুরু করে। ঢাকাসহ সারাদেশে ৬২৭টি ট্রাকে করে ওএমএসের চাল বিক্রি শুরু হয়। রাজধানীতে ট্রাকে চাল বিক্রির ঘোষণা দেয় খাদ্য মন্ত্রণালয়। তবে প্রথমদিন থেকেই ডিলারের সংখ্যা ছিল কম। ট্রাকে চাল বিক্রির পঞ্চম দিন (২১ সেপ্টেম্বর )রাজধানীতে চালের ট্রাক ছিল ৩৮টি।

শনিবার বিকালে ওএমএস ডিলার সালাউদ্দিন বাদল বলেন, ‘প্রতিদিন তাদের লোকসান দিতে হচ্ছে। চালে দেড় টাকা কমিশন, আটায় একটাকা। চাল-আটা মিলিয়ে দুই টন বিক্রি করতে পারলে লাভ আসে আড়াই হাজার টাকা। কিন্তু ট্রাক ভাড়া এক হাজার টাকা, দুই জন কর্মীকে ৪০০ করে ৮০০ টাকা এবং খাওয়া জন্য ২০০ টাকা করে দিতে হয়। অন্যান্য খরচ মিলিয়ে চার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হয়। এভাবে লোকসান দিয়ে কেউ খোলাবাজারে চাল বিক্রি করবে না। তাই বেশিরভাগ ডিলার চাল বিক্রি বন্ধ করে দিয়েছে। রাজধানীতে  শনিবার মাত্র ২৩টি ডিও করিয়েছেন ডিলাররা।’

বাদল আরও জানান, সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। কমিশন বাড়ালে আবার চাল উত্তোলনের জন্য টাকা জমা দেবো।

এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, ‘রাজধানীতে ১২০টি ট্রাকে চাল বিক্রির কথা থাকলেও ওইদিন মাত্র ৩৮টা ডিও করানো হয়।

ডিলারদের চাহিদা ও মাঠে না থাকার বিষয়ে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী  অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ডিলারদের কমিশন বাড়িয়ে দেওয়ার দাবি রয়েছে। তাদের কমিশন বাড়িয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে, মতিঝিলের বক চত্বরে বটগাছের নিচে, বাংলামোটর-কাঠালবাগান, মিরপুরের শেওড়াপাড়া, খামারবাড়ি মোড়, বংশালের বাংলাদেশ মাঠ এবং পান্থপথসহ অধিকাংশ জায়গাতে খোলা বাজারের ট্রাক ছিল না।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া