X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার দিবসে শিশুদের মিলনমেলা বসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৭:৩৭আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৮:৪০

শিশু অধিকার আগামীকাল সোমবার (২ অক্টোবর) উদযাপিত হবে বিশ্ব শিশু অধিকার দিবস-২০১৭। এ উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে বসবে শিশুদের মিলনমেলা। শিশু অধিকার দিবসের আয়োজনে এই প্রথমবারের মতো অংশ নেবে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। একইসঙ্গে ভারত, আমেরিকা, ফিলিপাইন, তুরস্ক, স্পেন, ইয়েমেন ও শ্রীলঙ্কার ১৮ শিশুও এই মিলনমেলায় উপস্থিত থাকবে। এ বছর এই দিবসের প্রতিপাদ্য ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু অধিকার দিবস পালিত হয় বাংলাদেশে। দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই অনুষ্ঠানেই উপস্থিত থাকবে বিভিন্ন দেশের শিশুরা।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ইমরানুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল (সোমবার) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি সরকারি অনুষ্ঠান হলেও এতে বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেবে।’ পরে ১১ অক্টোবর থেকে শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি তিনি জানান, ওই সময় বিভিন্ন ধরনের মেলার আয়োজন থাকবে।
শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশেষ অতিথি থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডওয়ার্ড বেগ বেদার। শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করবে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুসহ বিভিন্ন দেশের শিশুরা।
শিশু একাডেমি কার্যালয় সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ছয়টি উপজেলায় শিশু একাডেমি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। আগামী ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সারাদেশে উদযাপিত হবে শিশু অধিকার সপ্তাহ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহের আয়োজনে থাকবে বাংলাদেশ শিশু একাডেমি, পথশিশু পুনর্বাসন প্রকল্প কার্যক্রম ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি