X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কনকনে শীতে কাঁপছে দেশ, বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ২২:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২২:২০

শীতের সকাল (ফাইল ছবি) পৌষের কনকনে শীতে কাঁপছে দেশ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজধানীতে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। ঠাণ্ডা জুবুথুবু হয়ে পড়েছেন কর্মমুখী সাধারণ মানুষ। সবচেয়ে কষ্টের মধ্যে আছে ফুটপাতের গরীব মানুষ। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে, বৃহস্পতিবার শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাত অথবা শুক্রবার সকালের মধ্যে ঢাকাসহ আরও কয়েকটি অঞ্চলে এই শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। শনিবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্ক্ষা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তাহলে শৈত্যপ্রবাহ শুরু হয়। যাকে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।’

তিনি আরও বলেন, ‘শুক্রবারের মধ্যে এই শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি শনিবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যহত থাকতে পারে।’ 

অবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্রনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটের ১৩ দশমিক ৬ ডিগ্রি, রাজশাহীতে ৮ ডিগ্রি, রংপুরে ৯ ডিগ্রি, খুলনায় ১০ ডিগ্রি এবং বরিশালে ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আশপাশের এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি বা তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্য এলাকায় ২-৩টি মৃদু বা  মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন:


/এসএনএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি