X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকারের বিশ্বাস ও আস্থা নিয়ে প্রশাসনে ১০ নারী সচিব

শফিকুল ইসলাম
০৮ মার্চ ২০১৮, ১৬:৫৯আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:৩৯

প্রশাসনে কর্মরত ১০ নারী সচিব

প্রশাসনে সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় কাজ করছেন মোট ৭৭ জন কর্মকর্তা। তাদের মধ্যে সচিব পদমর্যাদায় নারী কর্মকর্তার সংখ্যা ১০ জন। তারা বলেছেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্বাস ও যোগ্যতার মাধ্যমে আস্থা রাখতে পেরেছি বলেই সরকার আমাদের এই পদে নিয়োগ দিয়েছে। আমরা সেই আস্থা রেখেই দায়িত্ব পালন করছি।’

দেশের সচিব ও সচিব পদমর্যাদায় থাকা নারীরা হলেন- নাসিমা বেগম, ড. নমিতা হালদার, আকতারী মমতাজ, জুয়েনা আজিজ, শামীমা নার্গিস, নাসরীন আকতার, হোসনে আরা বেগম, আফরোজা খান, মাফরূহা সুলতানা ও সাহিন আহমেদ চৌধুরী।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমের পরিচিতি নম্বর ১৬১১। প্রশাসনের শীর্ষ এই পদে দায়িত্ব পালনের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন তিনি। তার কথায়, ‘কোনও বিশেষ সুবিধা নয়, সরকারের সব নিয়মনীতি অনুসরণ করেই এখানে এসেছি। কর্মজীবনের শুরুতে ১৯ বছর মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট, টিএনওসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ব্যাপকভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে বলেও মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, ‘শুধু প্রশাসনেই নয়, এমন কোনও খাত নেই যেখানে নারীরা দায়িত্ব পালন করছেন না। দেশের সবখানেই পুরুষের পাশাপাশি নারীরা যোগ্যতার প্রমাণ দিয়েছেন।’

সরকারের ৫ নারী সচিব

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের পরিচিতি নম্বর ৪৫৭০। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব হিসেবে আছেন আকতারী মমতাজ (পরিচিতি নম্বর ২৩৫৩)। তিনি এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সচিবের পদমর্যাদায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে আছেন জুয়েনা আজিজ। প্রশাসনে তার পরিচিতি নম্বর ৩৫৪৮। একইসঙ্গে সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করছেন শামীমা নার্গিস (পরিচিতি নম্বর ৪৮৪১)।

সচিবের পদমর্যাদায় পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদে আছেন নাসরীন আকতার। প্রশাসনে তার পরিচিতি নম্বর ৪৮২৮।

হোসনে আরা বেগম, জুয়েনা আজিজ, শামীমা নার্গিস ও আফরোজা খান ২০১৭ সালের ৫ জানুয়ারি সরকারি এক আদেশ বলে সচিবের পদমর্যাদায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদটি দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে উন্নীত করা হয়েছে। এই পদে এখন দায়িত্ব পালন করছেন হোসনে আরা বেগম (পরিচিতি নম্বর ২৫৬৯)।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে আছেন আফরোজা খান। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনন্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এর সচিব হিসেবে আছেন মাফরূহা সুলতানা। তার কথায়, ‘সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ ও জনগণের স্বার্থে অবদান রাখতে পারা গৌরবের।’

এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খানিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সরকারের আরেক সচিব সাহিন আহমেদ চৌধুরী। তার পরিচিতি নম্বর ৩৫৫৭।

প্রশাসনের শীর্ষ পদে সচিব হিসেবে দায়িত্ব পালনকারী নারীরা প্রশাসক হিসেবে দক্ষতার পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন সরকারের একাধিক অতিরিক্ত সচিব। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার ভাষ্য, ‘এখানে পদ গুরুত্বপূর্ণ। তিনি পুরুষ নাকি নারী তা বিবেচ্য বিষয় হতে পারে না। প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নারীরা অবশ্যই দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তারা যোগ্য বলেই সরকার তাদের এমন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন।’

আরও পড়তে পারেন: 
তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে চান কুড়িগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক

টাঙ্গাইলে ৯ উপজেলা প্রশাসন চালাচ্ছেন নারীরাই

 
/এনআই/জেএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের