X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেপাল থেকে ৩ মরদেহ দেশে আসছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১০:২৮আপডেট : ২২ মার্চ ২০১৮, ১০:৫৬

নেপালে বাংলাদেশ দূতাবাসে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজা নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ দেশে আসছে আজ বৃহস্পতিবার (২২ মার্চ)। এরই মধ্যে মরদেহ তিনটি বুঝিয়ে দেওয়া হয়েছে নেপালে বাংলাদেশি দূতাবাসে। সেখানে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজাও সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দুপুর ৩টার দিকে ওই তিন মরদেহ দেশে পৌঁছাবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
এর আগে, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশির মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
নেপাল দূতাবাসে রাখা নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের মরদেহ বহনকারী কফিন বুধবার রাষ্ট্রদূত মাশফি বলেন, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ শেষ হয়েছে। এখন আর তাদের লাশ দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস-বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেওয়ার বিষয়ে কাজ করছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন, যার মধ্যে ২৬ জন বাংলাদেশি।
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায় নিহতদের শনাক্ত করার প্রক্রিয়া শেষে গত সোমবার (১৯ মার্চ) ২৩ জনের মরদেহ দেশে নিয়ে আসা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হয় মরদেহগুলো। পরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় নিহতদের কফিনে ফুল দিয়ে। উপস্থিত থেকে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নেপালের ওই দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজন ভর্তি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। বাকি তিনজনের মধ্যে একজন চিকিৎসাধীন দিল্লিতে, দু’জন সিঙ্গাপুরে।

/ইউআই/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা