X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট: ঢাকায় আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২১:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:৪০

জাতিসংঘ চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ মাসে ঢাকা আসার সম্ভাবনা আছে। প্রতিনিধিদলটির মিয়ানমারও  যাওয়ার কথা।

কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি এ প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় আসতে পারেন।

আজ বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর নিকি হ্যালি আসছেন কিনা জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান বলেন, ‘আশা করি তিনি আসবেন। সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি কিন্তু রাষ্ট্রদূত হ্যালি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের এ মাসের ২৭ ও ২৮ তারিখ ঢাকা সফর করার সম্ভাবনা রয়েছে। তবে এটি পরিবর্তিত হতে পারে।

গত মার্চে বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়। ওই সময় নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল কুয়েত। ভেটো ক্ষমতার অধিকারী চীন ও রাশিয়া প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তে কোনও আপত্তি করেনি। 

নিরাপত্তা পরিষদে একাধিকবার রোহিঙ্গা ও রাখাইন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ ইস্যুতে নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্যের মনোভাব এক রকম হলেও ভেটো ক্ষমতার অধিকারী দুই-একটি দেশের কারণে শক্ত কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন সরকারের ওই কর্মকর্তা।

গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হামলা শুরু হলে এখন পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকেই প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

 

 

 

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা