X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চীন মিয়ানমারকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) মিয়ানমার কখনোই আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা করেনি কারণ চীন সবসময় ওই দেশকে সমর্থন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্র্যাসি ও এটিএন বাংলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজকে ৭১ টিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদনে তিনি বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে কান্ট্রি স্পেসিফিক রেজ্যুলেশন হয়েছে। অনেক ধরনের অবরোধ হয়েছে। মিয়ানমার সরকার এগুলো সব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কারণ, চীন তাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে।’

এদিকে ডিবেট ফর ডেমোক্র্যাসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আশার কথা হচ্ছে এই ইস্যুতে রাশিয়া ও চীন তার আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। এই সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, চীন ও ভারতকে বুঝাতে হবে রোহিঙ্গা সংকট দীর্ঘদিন বজায় থাকলে তা তাদের জন্যও ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন জাতিসংঘে কোনও সংকট উত্থাপন করলেই তার সমাধান হয়ে যায়। কিন্তু এই বিষয়ে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৮ সালে গঙ্গার পানিবণ্টন নিয়ে আমরা জাতিসংঘে গেলেও ভারত তখন জাতিসংঘের কোনও চাপ ভ্রুক্ষেপ করেনি। ঠিক একইভাবে ইরান-ইরাক এবং সিরিয়া সংকটও কিন্তু জাতিসংঘ সমাধান করতে পারেনি।

শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা রোহিঙ্গা সংকটের সুন্দর সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে তিনি জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বড় জটিল এবং এর কোনও একরতফা সমাধান নেই। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা চালাতে হবে।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফাইনালে বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভারসিটি।

/এসএসজেড/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক