X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এরশাদকে স্বৈরাচার বললে হৃদয়ে রক্তক্ষরণ হয়: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২২:০২আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:০৮

 

 

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে আওয়ামী লীগের কেউ স্বৈরাচার বললে জাতীয় পার্টির নেতাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য আবু হোসেন বাবলা বলেন, আমার নেতা সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সব সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন হিসেবে দেখেন। প্রধানমন্ত্রী হাসিনাও সব সময় এরশাদকে বড় ভাই হিসেবে সম্মান করেন। শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তিনি সব সময়ই সহযোগিতা করে আসছেন। কিন্তু এই সংসদে সরকারি দলের কিছু সদস্য এরশাদকে স্বৈরাচার আখ্যায়িত করে বক্তব্য দেন। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষণ হয়। সরকারি দলের বন্ধুদের কাছে এটা আশা করি না।

আবু হোসেন বাবলা

বিএনপির প্রতি ইঙ্গিত করে বাবলা বলেন, সংসদে সরকারি দলের কিছু সদস্য একটি বিশেষ দলের নেতানেত্রীর নিয়ে সমালোচনা করে বক্তব্য দেন। এই বিশেষ দলটিকে জনগণ বার বার প্রত্যাখান করেছে। অফিসে বসে প্রেস কনফারেন্স ছাড়া এই দলটির আর কোনও কাজ নেই। এই দলটি বার বার আন্দোলনের ডাক দিয়েও জনগণের সাড়া পায়নি। অথচ সরকারি দলের কোনও কোনও সদস্য সংসদে এই দলটি নিয়ে বক্তব্য দিয়ে তাদের প্রচার কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন। জনগণের করের টাকা পরিচালিত সংসদে দলটির সমালোচনা করে তাদের প্রচারে আনার কোনও মানে হয় না।

তিনি সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের ১৭ কোটি মানুষ ঘুমাতে পারেন। তবে শুধু উন্নয়ন করলেই হবে না, সুশাসন নিশ্চিত করতে হবে।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া