X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ০৯:৪০আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:২৩

কুয়েত-মৈত্রী হলে জাল ব্যালট ধরা হয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আগের রাতেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী আবাসিক হলে ছাত্রলীগ প্রার্থীদের নামের পাশে ব্যালটে সিল মেরে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মার্চ) সকালে শিক্ষার্থীরা সে সব ব্যালট উদ্ধার করে ভোটগ্রহণ বন্ধ করে দেন। তারা হল গেটে দাঁড়িয়ে উদ্ধার ব্যালট মাটিতে বিছিয়ে প্রতিবাদ জানান।

চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে আমরা ভোটগ্রণ স্থগিত করেছি। এ ধরনের ঘটনা কাম্য নয়।’

কুয়েত-মৈত্রী হলে ধরা পড়া জাল ব্যালট

প্রার্থী ও ভোটাররা জানান, হলের অডিটোরিয়ামে একটি কক্ষ আগে থেকেই বন্ধ ছিল। সকালে সেই কক্ষ থেকে প্রার্থী ও ভোটাররা এক বস্তা ব্যালট উদ্ধার করেন। তাতে ছাত্রলীগের প্রার্থীদের নামের পাশে সিল মারা ছিল। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি কর্মকর্তারা ভোট বন্ধ করে দেন।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে প্রার্থীদের নামের পাশে নির্ধারিত প্রতীকে সিল দিয়ে ভোট দিতে হয়। তবে ডাকসু নির্বাচনে প্রার্থীদের নামের পাশে ক্রস চিহ্ন (x) দিয়ে ভোট দিতে হচ্ছে।

কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট উদ্ধার

প্রত্যক্ষদর্শী ঢাবির উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মালিহা নওশিন খান বলেন, ‘ভোট গ্রহণ শুরুর আগে থেকেই হলের অডিটোরিয়ামের ভেতরে একটি কক্ষ বন্ধ অবস্থায় ছিল। ভোট নেওয়ার আগে প্রতিটি হলে ব্যালট বাক্স খুলে দেখানো হচ্ছিল। তবে আমাদের হলের প্রভোস্ট তা দেখাননি। এ ঘটনায় শিক্ষার্থীরা ভোট গ্রহণে বাধা দেন। পরে প্রো-ভিসি মুহম্মদ সামাদ ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ঘটনাস্থলে গিয়ে প্রভোস্টসহ অডিটোরিয়ামে প্রবেশ করেন। শিক্ষার্থীরাও এসময় সেখানে প্রবেশের চেষ্টা করলে। এসময় অডিটোরিয়াম থেকে একটি ব্যালট বাক্স পেছনের দিকে নিয়ে যাওয়া হয়। পরে আবার ব্যালট বাক্সটি ভেতরে আনা হলে শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করেন। শিক্ষার্থীরা অডিটোরিয়ামে প্রবেশ করে ভেতরের তালাবন্ধ কক্ষ থেকে এক বস্তা ব্যালট উদ্ধার করেন। ব্যালটে হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত প্রার্থীদের নামের পাশে ভোট (ক্রস চিহ্ন ) দেওয়া ছিল।’ 

এদিকে শিক্ষার্থীরা ভোট আটকে দিলে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. সামাদ ও প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তারা সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা ঘটনার জন্য প্রভোস্টকে দায়ী করেন ও তার পদত্যাগের দাবি তুলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল প্রভোস্ট শবনম জাহানকে বাদ দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন দায়িত্ব দেন। 

জাল ব্যালট মাটিতে বিছিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা

স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান বলেন, ‘ব্যালটে আগে থেকেই ভোট দেওয়া ছিল। এ ধরনের ঘটনা সুষ্ঠু পরিবেশের জন্য কাম্য নয়। এ ঘটনায় ভোট স্থগিত করা হয়েছে। অন্য হলগুলোতে যাতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয় তার জোর দাবি জানাই।’

ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির বলেন, ‘আমরা আগে থেকেই এমন আশঙ্কা করছিলাম। সেই আশঙ্কা থেকেই সকালে হলগুলোতে ব্যালট ও বাক্স পাঠানোর দাবি করেছিলাম। তবে প্রশাসন আমাদের কথা রাখেনি। তারা আগের রাতেই ব্যালট ও বাক্স কেন্দ্রে পাঠিয়ে দিয়ে ভোট কারচুপির সুযোগ দেওয়া হয়েছে।’

তবে ব্যালট পাওয়ার অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বিষয়টি আমি জানি না। আমি মাত্র আমার হল থেকে বেরিয়ে ভোট দিয়েছি। এখন অন্য হলগুলোতে যাবো। আমি এখনো বিষয়টি জানি না। যদি এরকম কিছু হয়ে থাকে, সবচেয়ে বড় কথা হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, এখানে আমাদের শিক্ষকরা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন। বিষয়গুলো প্রশাসন খতিয়ে দেখবে।’

ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের ডাকসু নির্বাচনের পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যে বা যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রলীগ কখনো এমন কাজ সমর্থন করে না।’

/আরজে/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!