X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুফিয়া কামাল হলে তল্লাশি শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৩:৩৪আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৪:০৬

সুফিয়া কামাল হলে তল্লাশি শিক্ষার্থীদের

কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট উদ্ধারের পরিপ্রেক্ষিতে সুফিয়া কামাল হল কেন্দ্রের ব্যালট বাক্স তল্লাশি করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ভোটকেন্দ্রের সামনে একদল শিক্ষার্থী হল তল্লাশি করতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে হল প্রভোস্ট হলের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের পরিদর্শন করাতে বাধ্য হন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন হলে সিল মারা ব্যালট পাওয়া গেছে। সে কারণে সুফিয়া কামাল হলের কেন্দ্রেও তল্লাশি চালাতে হবে।

এদিকে বিক্ষোভের সময় কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা থেমে থেমে স্লোগান দিতে থাকে।
প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত জিএস প্রার্থী সুদীপ্তা মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনেছি কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালটের বস্তা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রার্থী হিসেবে এখানকার ব্যালট বাক্সসহ ভেতরের পরিস্থিতি দেখতে চাই।’
সুফিয়া কামাল হলের প্রভোস্ট সাবিতা রেজওয়ানা বলেন, ‘সবাইকে ভেতরে নেওয়া সম্ভব না। তবে প্রার্থীদের আমরা বলেছি, আপনাদের পক্ষ থেকে তিনজন আমাদের সঙ্গে পাঠান, আমরা নিয়ে যাচ্ছি। ভেতরের পরিস্থিতি সম্পর্কে যা দেখবেন তা-ই বাইরে এসে বলতে হবে। উসকানিমূলক এমন কিছু বলা যাবে না, যাতে পরিস্থিতি ঘোলাটে হয়।’
এরই একপর্যায়ে শিক্ষার্থীদের হলের কেন্দ্রে নিয়ে যান প্রভোস্ট।
প্রভোস্ট সাবিতা রেজওয়ানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের প্রতিটি ভবনের কোনায় শিক্ষার্থীরা তল্লাশি করেছে। দরজা জানালা, টেবিল চেয়ারের তলায় পর্যন্ত দেখেছে।’
এদিকে সুফিয়া কামাল হলের ভোট নিয়ে কারচুপির অভিযোগ পাওয়া না গেলেও ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। হল পেরিয়ে শিক্ষাভবনের মোড়ে গিয়ে ঠেকেছে লাইন।
ভোট দিয়ে বের হওয়া শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরা জানান, সুফিয়া কামাল হলে ভোট নিয়ে কোনও অভিযোগ নেই।

আরও পড়ুন:

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

/এসএমএ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী