X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ২১:১৩আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:১৮

সাংবাদিকের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা এবং নানাভাবে কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমকেও দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টার কথা জানা গেছে। সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দিনভর নানা অনিয়ম-অভিযোগের মধ্যে এটি ছিল অন্যতম।

এদিন সকালে দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান (হাবিব রহমান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে দায়িত্ব পালনের সময় লাঞ্ছনার শিকার হন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন বলে তিনি অভিযোগ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান সোমবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।          

আন্তর্জাতিক গণমাধ্যমকে বাধা দেওয়া প্রসঙ্গে ডয়চে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হলে বেলা দেড়টার দিকে লাইভ সম্প্রচার করার জন্য প্রবেশ করলে প্রথমে বলা হয়, “সাংবাদিকরা নির্ধারিত সময়ে ছবি তুলে চলে গেছে, এখন আর ঢোকা যাবে না।” এরপর আবার প্রবেশের চেষ্টা করলে কর্তৃপক্ষ নিষেধ করেন। এ সময় যেকোনও সময় সাংবাদিকরা কোন পর্যন্ত প্রবেশ ও তার কাজ করতে পারবেন জানানোর পরও বারবারই তাদের বাধাগ্রস্ত করা হয়।’

এসএম হলে সকাল থেকেই সাংবাদিকদের প্রবেশে কয়েক দফা বাধা দেওয়া হয়। দায়িত্বপালনরত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকটি হলে প্রবেশে এবং তথ্য সংগ্রহে বাধা দেওয়া হলেও কয়েকটিতে কোনও বাধার মুখোমুখি হননি তারা। রোকেয়া হলের সামনে থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সাংবাদিক শাহনাজ রুমা সন্ধ্যা ৭টায় জানান, তারা শেষ পরিস্থিতি জানতে রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। এ সময় প্রভোস্ট সাংবাদিকদের সামনে দিয়েই হল ত্যাগ করেন।

সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিকভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়া প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিকরা সেখানে পেশাদারিত্বের কারণেই দায়িত্ব পালন করতে গেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নিয়ম বেঁধে দিয়েছে এবং যে শৃঙ্খলা বেঁধে দিয়েছে তার ভেতরে থেকেই সাংবাদিকরা কাজ করেছেন। আমি খুবই অবাক হয়েছি যে, কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকার পরেও বেশ কয়েকজন সাংবাদিক নিগৃহীত হয়েছেন, অথচ এই কারণে চিফ রিটার্নিং কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেউই টুঁ শব্দ করেননি।’

তিনি আরও বলেন, ‘যারা সাংবাদিকদের নিগৃহীত করেছে তারা জানে সাংবাদিক নির্যাতন করলে কোনও বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি তাদেরকে দুর্বীনিত করে তুলেছে। যারা নিজেদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে দাবি করেন, সেই শিক্ষকদের সামনে দুর্বৃত্তরা গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করেছে কিন্তু তারা কোনও ব্যবস্থা নেননি।’

 

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা