X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অভিষেক অনুষ্ঠান থেকেই ডাকসুর পুনর্নির্বাচনের ঘোষণা দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৩:৫০আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:০৬

অভিষেক অনুষ্ঠান থেকেই ডাকসুর পুনর্নির্বাচনের ঘোষণা প্রত্যাশা ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সে সভা থেকে পুনর্নির্বাচনের ঘোষণা আসুক এমন প্রত্যাশার কথা প্ল্যাকার্ডে লিখে ডাকসু ভবনের সামনে দাঁড়ান বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে ডাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে ছাত্রপ্রতিনিধি করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা। ছাত্রদল এবং জাসদ ছাত্রলীগও একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে। 

তাদের প্রদর্শিত প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ডাকসুতে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ছাত্র প্রতিনিধি চাই’, ‘অভিষেক অনুষ্ঠান থেকে পুনর্নির্বাচনের ঘোষণা আসুক’, ‘ভোট কারচুপির প্রশাসন চাই না’, ‘আনিশা অক্সফোর্ডের সভাপতি আর ভিসি ডাকসুর সভাপতি!’ ইত্যাদি। অভিষেক অনুষ্ঠান থেকেই ডাকসুর পুনর্নির্বাচনের ঘোষণা প্রত্যাশা ছাত্র ফেডারেশনের

পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদলের কালো ব্যাজ কর্মসূচি

ডাকসুর প্রথম কার্যকরী সভা চলমান থাকা অবস্থায়ই পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদল মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে। মধুর ক্যানটিন থেকে তাদের এই কর্মসূরি শুরু হয়। পরে ডাকসু ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়। ছাত্রদলের মিছিল

এসময় ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। আমরা মনে করেছিলাম অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচন আলাদা হবে। কিন্তু তা হয়নি। আমাদের দাবি হল পুনঃতফসিল ঘোষণা করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যারা অনিয়মের নির্বাচনে সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে।’ জাসদ ছাত্রলীগের মিছিল

জাসদ ছাত্রলীগের সমাবেশ

পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ। মধুর ক্যানটিনের সামনে তারা এই কর্মসূচি পালন করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়। সমাবেশে জাসদ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাদের পদত্যাগ করে পুনরায় ডাকসু নির্বাচনে দিতে হবে।’

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল, ২০২৪)
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে