X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আর ঘাড়ে হাত রাখবে না ঢাবির সাবেক শিক্ষার্থী রাতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ০৯:০২আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:০৯

ঢাবি শিক্ষার্থী রাতুল বনানীর এফ আর টাওয়ারের নবম তালায় আগুন লাগার পর, প্রাণ বাঁচানোর চেষ্টায় ভবনে আটকা পড়া উৎকণ্ঠিত মানুষেরা শুরু করেন ছোটাছুটি। কেউ কেউ তার ধরে নেমে, কেউ ২৩ তলা ভবনের উপরের তলাগুলোতে আশ্রয় নিয়ে, আবার কেউবা লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন। অন্যদের মতো তার ধরে নিচে নেমে আসার চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাতুল। কিছুদূর নামার পর নিয়ন্ত্রণ রাখতে না পেরে, ছিটকে নীচে পড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার পুরো নাম সাইয়্যেদা আমেনা ইয়াসমিন।

রাতুলকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চ্যানেল আই এর বার্তা প্রধান জাহিদ নেওয়াজ খান। তিনি লিখেছেন, ‘জীবনে মৃত্যুই সবচেয়ে বড় সত্য। কিন্তু, এমন মৃত্যু! রাতুলকে আমরা চোখের সামনে মরে যেতে দেখলাম। টেলিভিশনে লাইভ সম্প্রচারে দেখলাম, বনানীর আগুন থেকে বাঁচতে একটি তার ধরে নেমে আসার চেষ্টার সময় একটি এসিতে ধাক্কা খেয়ে রাতুল পড়ে গেল। এরপর রাতুল আর নেই।’

রাতুলকে নিয়ে ফেসবুক পোস্ট ‘ইউটিউবে-ফেসবুকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। প্যান্ট-শার্ট পরা ছিল বলে আমরা হয়তো তাকে কোনও ভদ্রলোক ভেবেছিলাম। কিন্তু, সেটা ছিল রাতুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচেই ছিল সে, অন্য ডিপার্টমেন্টে। ডাকসু ক্যাফেটেরিয়াতে সেন্টুদের টেবিলে আড্ডা দিতো, পাশের টেবিলে আমরা। দুই টেবিলের মধ্যে কমন বন্ধুরা ছিল, রেষারেষিও ছিল কখনও কখনও। একবার তো বন্দুক তাক করার ঘটনাও পর্যন্ত ঘটেছিল। সেন্টুদের টেবিলের সেই সেন্টু কয়েক মাস আগে চলে গেল হঠাৎ হার্ট অ্যাটাকে। আজ রাতুল!’

‘রাতুলের মৃত্যুর ফুটেজ প্রচার নিয়ে বিতর্ক থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। কিন্তু, আমরা লাইভে দেখলাম, ডাকসু ক্যাফেটেরিয়ার উদ্যোম আড্ডার রাতুল আর নেই!’

রাতুলকে নিয়ে ফেসবুক পোস্ট রাতুলের আরেক বন্ধু আশরাফ কায়সার লেখেন, ‘ওই মিয়া কই যাও? এভাবে পেছন থেকে আর কেউ ডাকবে না। পাশাপাশি এসে ঠাস করে ঘাড়ে হাত রাখবে না কেউ। মধ্য দুপুরে কেউ বলবে না, চল সবাই মিলে জাহাঙ্গীরনগর যাই। হাত ধরে রিকশায় তুলে বলবে না চল বাংলা সিনেমা দেখতে বলাকায় যাই। রাতুল আমার বন্ধু। ক্যাম্পাসে এক সময়ের অনবদ্য, নামহীন, গোত্রহীন, গন্তব্যহীন জীবনের বন্ধু। শেষ আড্ডা শেষে বলেছিল, এক দুপুরে ওর অফিসে যেতে। বনানীর এফ আর টাওয়ার। বলেছিলাম যাবো। আজ সব যাওয়া আসার ঊর্ধ্বে চলে গেল রাতুল।’

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া