X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর বহুতল ভবনগুলোর ত্রুটি জানাতে ১৫ দিন সময় নিলেন রাজউক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০০:২৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:২৮

রাজধানীর বহুতল ভবনগুলোর ত্রুটি জানাতে ১৫ দিন সময় নিলেন রাজউক চেয়ারম্যান রাজধানীর সব বহুতল ভবনগুলো শনাক্তের পর সেগুলো যাচাই-বাছাই করে ত্রুটি-বিচ্যুতি থাকলে চিহ্নিত করে আগামী ১৫ মধ্যে তথ্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়রম্যান আব্দুর রহমান। শুক্রবার (২৯ মার্চ) রাতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যেই ১৯৯৬ ইমারত বিধিমালা অনুযায়ী নির্মিত প্রত্যেকটি ভবন যাচাই করে তথ্যগুলো মিডিয়ার সামনে প্রকাশ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এফআর টাওয়ারের যাবতীয় তথ্য আমরা বিশ্লেষণ করেছি। ১৯৯৬ সালের ইমারত বিধিমালা অনুযায়ী ভবনটি নির্মাণ হয়েছে। যেটি ২০০৬-০৭ সালের আগেই শতভাগ নির্মাণ শেষ হয়েছে। ওই বিধিমালা অনুযায়ী আমাদের তদন্ত কমিটি যাচাই-বাছাই করবে। তাদের তদন্তের ভিত্তিতে যার বিরুদ্ধেই সুপারিশ আসুক সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভবনগুলো একটি আরেকটির সঙ্গে লাগানো, এ বিষয়ে রাজউক কোনও ব্যবস্থা নেয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘তখনকার বিধিমালায় বাণিজ্যিক ভবনে সাইডব্যাক রাখার নিয়ম ছিল না। ২০০৮ সালের নতুন ইমারত বিধিমালায় ভবনের চারপাশেই সাইডব্যাক রাখার কথা রয়েছে। এই বিধিমালা অনুযায়ী যত বহুতল ভবন নির্মাণ করা হয়েছে সেগুলো ১৫ দিনের মধ্যে যাচাই করে কোন কোন ত্রুটি রয়েছে সেগুলো শনাক্ত করা হবে। বিশেষ করে ভবনগুলোর ফায়ার সেফটির কী অবস্থা সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বাস্তবতা অনুযায়ী বাইরের দিকে সিঁড়ি কিংবা আরও কী ব্যবস্থা নেওয়া যায় প্রয়োজনীয় সেসব কাজ করা হবে। আমরা সবার আগে ফায়ার সেফটির বিষয়টি কনফার্ম করতে চাই।’
আব্দুর রহমান বলেন, ‘আমি মাত্র ১৫ দিন সময় নিলাম। এরমধ্যে প্রত্যেকটি ভবনেরর কোনটার কী সুবিধা নেই নাম্বার দিয়ে দিয়ে ভবন মালিকসহ শনাক্ত করা হবে। এক্ষেত্রে এই এলাকার ভবনগুলো প্রাধান্য পাবে। এরপর এসব তথ্য মিডিয়ার সামনে উপস্থাপন করা হবে।’

১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা ভবন নির্মাণ হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এফআর টাওয়ারের ফাইল ঘেঁটে ১৮ তলা ভবনের নকশা পাওয়া গেছে, যেটার স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে আরেকটি ২৩ তলা ভবনের ড্রইং পেয়েছি, যেটির সত্যতা নেই। এই ভবনটা অনেক আগের। তদন্ত কমিটি বিষয়গুলো খতিয়ে দেখবে। সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তারা যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভবনের বাড়তি অংশ নির্মাণের বিষয়ে ভবনের মালিক রাজউকে আবেদন করেছিলেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে চার বছর ধরে দায়িত্ব পালন করেছি। আমার সময়ে এ ধরনের কোনও অভিযোগ পাইনি।’
এফআর টাওয়ারে আগেও আগুন লেগেছিল, সেই সময় তদন্ত কমিটি সুপারিশও করা হয়েছিল, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ ধরনের কোনও বিষয় জানা নেই।’
এফআর টাওয়ারটি আর ব্যবহৃত হবে কিনা কিংবা এর বাড়তি অংশ ভেঙে ফেলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বুয়েটের সাথে যোগাযোগ করেছি। বুয়েটের বিশেষজ্ঞ টিম শনিবার থেকে এখানে কাজ শুরু করবে। তাদের সুপারিশ অনুযায়ী ভেঙে ফেলা হবে কিনা কিংবা ভবনটি ব্যবহারের উপযোগী কিনা জানা যাবে।’
টাকার বিনিময়ে ভবনের অনুমোদন দেওয়া হয়, একটা আগুনের ঘটনার ২৫ জন মারা গেলো। এ ক্ষেত্রে রাজউকের দায় রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউকে দায় এড়ানোর কোনও সুযোগ নেই।’

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা