X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আটতলায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, ধারণা তদন্ত কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৩:৫৪আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:৩০

আটতলায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, ধারণা তদন্ত কমিটির

বনানীর ২৩-তলা এফ আর টাওয়ারের আটতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। রবিবার (৩১ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থলের কাছে বনানী থানা পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুমে গণশুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনে আগুনের ২৪ জন প্রত্যক্ষদর্শীর গণশুনানির মাধ্যমে সাক্ষ্য নেওয়া হয়। তাদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে আটতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা।
এই কমিটি ২৪ জন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যাবতীয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পর্যালোচনা করে আগামী ৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেবে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান বলেন, ‘গণশুনানির মূল উদ্দেশ্য হলো আগুনের সূত্রপাত সম্পর্কে জানা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে যাতে আমরা উত্তরণ করতে পারি, সে বিষয়ে সুপারিশের জন্য এই শুনানির আয়োজন করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কাজে গণশুনানির সাক্ষ্যগ্রহণ একটি অংশ।’
তিনি আরও বলেন, ‘আমরা জমির মালিকের বক্তব্য শুনেছি। তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। পাশাপাশি এই ভবনটি নির্মাণকাজ যারা করেছে তারা এখন পর্যন্ত কোনও কাগজপত্র দেয়নি। তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় দিয়েছি।’
ফায়জুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরও বক্তব্য নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত এ ধরনের বহুতল ভবনে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা দরকার, তা ছিল না। অগুন লাগার সময় ভবনে কোনও ধরনের ফায়ার এলার্ম বাজেনি এবং কখনও কোনও অগ্নি সুরক্ষার মহড়া হয়নি। ভবনের ফায়ার এক্সিটওয়ে খুবই সরু, অনেক ফ্লোরে এক্সিট ডোর সিল করে বন্ধ করা ছিল। তাছাড়া এক্সিট ডোরের কোনও দিকনির্দেশক চিহ্ন ছিল না। এ কারণে আগুনের ঘটনায় তারা ওই দরজাটি ব্যবহার করতে পারেনি।’
ভবন থেকে বের হয়ে আসার চ্যালেঞ্জ সম্পর্কে গণশুনানিতে তিনি বলেন, ‘ভবনটি সম্পূর্ণ গ্লাস দিয়ে ঢাকা থাকায় আগুনের ঘটনায় যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটি বের হতে না পেরে পুরো ভবনের ফ্লোরগুলো এবং সিঁড়িতে ছড়িয়ে পড়েছিল। এ কারণে মানুষের বের হয়ে আসাটা কঠিন ছিল। আমরা সবার বক্তব্য শুনেছি। আরও কী কী ব্যবস্থা থাকলে তারা আরও দ্রুত বের হতে পারতো, সেগুলো আমরা সুপারিশের মাধ্যমে তুলে ধরবো।’
তবে আটতলা থেকে আগুনের সূত্রপাত নিয়ে প্রশ্ন তুলেছেন ওই তলায় থাকা স্প্রেক্ট্রা এসএন টেক্সটাইল লিমিটেডের দুজন কর্মকর্তা। তারা হলেন স্প্রেক্ট্রা এসএন টেক্সটাইল লিমিটেডের সহকারী ম্যানেজার কফিল উদ্দিন ও কমার্শিয়াল অফিসার মাইন উদ্দিন বাঁধন।
তারা দুজন সাক্ষী দিতে এসেছিলেন। তবে যার সাক্ষ্য নিয়েছেন, তারা তাদের পরে ডাকবেন বলে জানিয়েছেন বাঁধন। আজকে তাদের সাক্ষ্য নেওয়া হয়নি।
স্প্রেক্ট্রা এসএন টেক্সটাইল লিমিটেডের সহকারী ম্যানেজার কফিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং আমাদের কমার্শিয়াল ম্যানেজার মাইন উদ্দিন বাঁধন আটতলায় আমাদের অফিস ছিলাম। দুপুরে আমরা অফিসের সিঁড়ির পাশে ও লিফটের সামনে ধোঁয়া দেখি। এরপর আমি বাঁধনকে ডাক দেই। তারপর দু’জনে বের হয়ে যাই। আমাদের অফিসের ভেতরে কোনও আগুন দেখিনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অফিসের ভেতরে আমরা কোনও আগুন দেখিনি। উপর থেকে ধোঁয়া এসেছে।’
এটি একটি বায়িং হাউজ। এই প্রতিষ্ঠানটির সাততলা ও আটতলা দুটি ফ্লোর ভাড়া নিয়েছে। তাদের ঢাকা কলেজের বিপরীতে একটি পোশাক কারখানা ছিল, কিন্তু সেটি গত ডিসেম্বরে মালিক বন্ধ করে দেয় বলে জানান বায়িং হাউজের কমার্শিয়াল অফিসার মাইন উদ্দিন বাঁধন।
তিনি বলেন, ‘আমরা অফিসেই ছিলাম। সিঁড়ি থেকে ঢুকেই বামপাশে আমাদের রিসিপশন, এরপাশেই আমার ডেস্ক। আমরা সিঁড়ির সামনে গিয়ে ধোঁয়া দেখতে পাই, উপর থেকে আগুনের ফুলকি পড়তে দেখে আমরা বের হয়ে নিচে চলে যাই। আমাদের ফ্লোরের ভেতরে কোনও আগুন দেখিনি।’
এদিকে যেসব প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন, তারা প্রত্যেকে আটতলা থেকে আগুনের সূত্রপাতের কথা বলেছেন। তবে আটতলায় কোনও আগুন দেখেনি এই দুই প্রত্যক্ষদর্শী।

/এসজেএ/এআরআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!