X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৫ দিনের মধ্যে রাজধানীর বহুতল ভবন চিহ্নিত করা হবে: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৫:৪১আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:৩৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ১৫ দিনের মধ্যে ২৪টি টিম রাজধানীর বহুতল ভবন চিহ্নিত করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার (৩১ মার্চ) রাজউকের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা ১৫ দিনের মধ্যে বহুতল ভবন চিহ্নিত করবো। এ জন্য ২৪টি টিম কাজ করবে। সেই ভবনের রিপোর্ট জাতির কাছে প্রকাশ করবো এবং সেই তালিকা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করবো। এর মাধ্যমে মানুষের কাছে স্বরূপ তুলে ধরা ও আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। অনুমোদনহীন বিল্ডিং ভেঙে ফেলা হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি ভবন রাজউকের রেকর্ডে থাকবে। যেগুলো রেকর্ডে নেই বা মিসিং আছে, সেগুলোর বিকল্পভাবে রেকর্ড তৈরি করা হবে। আগামী ১ মে থেকে রাজউকের সব সেবা অনলাইনে পাওয়া যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কোনও ঘটনা ঘটলে ভবনের মালিক ও ডেভেলপার কোম্পানিকে দায়ী করা হয়। এখন থেকে সেই সময়ের (ভবনের অনুমোদন দেওয়ার সময়) অথরাইজ অফিসার, পরিদর্শক, সহকারী পরিদর্শকসহ  সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়ী করা হবে।’
শ ম রেজাউল করিম বলেন, ‘বনানীতে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ ঘটনা মনিটর করেছেন। তার নির্দেশনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ও ফায়ার, ঢাকা সিটি করপোরেশন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি।’

তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয় এবং রাজউক অল্প সময়ে তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদনে বিল্ডিংয়ের অনুমোদন থেকে শুরু করে বিল্ডিং ঊর্ধ্বমুখী হলো কিসের ভিত্তিতে, সে সময় কারা দায়িত্বে ছিলেন, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, সিঁড়ি পর্যাপ্ত প্রশস্ত ছিল কিনা, দুর্ঘটনা হলে দ্রুতগতিতে মানুষ বেরিয়ে আসার মতো অবস্থা ছিল কিনা, এসব বিষয় তদন্ত কমিটি নির্ধারণ করবে। সে সময় কারা দায়িত্বে ছিলেন অথবা অন্যান্য কারা কীভাবে সম্পৃক্ত, সবাইকে তদন্ত কমিটি দৃশ্যপটে নিয়ে আসবে।’

মন্ত্রী আরও বলেন, পুরনো ঢাকার আরেকটি দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে নির্দেশ করেছে যে এভাবে একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থায় মানুষের জীবন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাকে নীরবে, নিভৃতে সহ্য করা যায় না।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়ে আমরা ক্ষান্ত হয়ে গেছি। এখন তা হবে না। ১৫ দিনের মধ্যেই বহুতল ভবনের রিপোর্ট আমরা পেয়ে যাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখাবো।’
এফ আর টাওয়ারের ব্যাপারে তিনি বলেন, ‘২০০৭ সালে একজন অথরাইজড্ অফিসার রিপোর্ট করেছেন এফ আর টাওয়ার বিধিবহির্ভূতভাবে ১৮ তলার জায়গায় ২৩ তলা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই দায়িত্বহীনতাকে আমরা চিহ্নিত করবো।’
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী, রাজউক চেয়ারম্যান মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/এইচআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা