X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যার বিচারের দাবিতে শুক্রবার শাহবাগে মানববন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ০৪:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৪:৫৬
image

সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে শুক্রবার শাহবাগে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। নারী সংহতি নামের সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে একটি ইভেন্ট খুলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মানববন্ধন থেকে নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হবে।

নুসরাত হত্যার বিচারের দাবিতে শুক্রবার শাহবাগে মানববন্ধন

শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। বোরকা পরা ৪/৫ ব্যক্তি কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ৮৫ শতাংশ ঝলসানো শরীর নিয়ে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢামেকে মারা যান।নারী সংহতির ইভেন্ট পাতায় বলা হয়েছে, ‘সোনাগাজীর মাদ্রাসার শিক্ষার্থী আর নেই। মৃত্যুর সাথে লড়তে লড়তে প্রায় ৮০ ভাগ পোড়া শরীর নিয়ে এই পৃথিবীতে আর থাকা হলো না তার। শারিরীকভাবে ও না থাকলেও ও আসলে আছে। ওর যুদ্ধ বেঁচে আছে।’

মাদ্রাসাছাত্রী সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা একেএম মানিকের মেয়ে। অভিযোগ আছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এর আগে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ কারণে গত ২৭ মার্চ অধ্যক্ষকে আটক করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বর্তমানে ফেনী কারাগারে আছেন।

নারী সংহতির ইভেন্ট পাতায় বলা হয়েছে, আমরা যারা জীবিত হয়েও মৃত তাঁদের বাঁচাতে তাই নুসরাত বলে গেছে---- ‘‘আমি লড়বো শেষ নি:শ্বাস পর্যন্ত। আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে। সেই ভুলটা দ্বিতীয়বার করবো না। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি মরবো না, আমি বাঁচবো। আমি তাকে শাস্তি দেবো। যে আমায় কষ্ট দিয়েছে। আমি তাকে এমন শাস্তি দেবো যে তাকে দেখে অন্যরা শিক্ষা নিবে। আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো। ইনশাআল্লাহ।’’

নারী সংহতি  শুক্রবার বেলা সাড়ে ৩ টায় শাহাবাগে জাদুঘরের সামনে তাদের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। ইভেন্ট পাতায়বলা হয়েছে, ‘ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নারী শিক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে যৌন নির্যাতক, সন্ত্রাসী, অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও তার সহযোগীরা। এ অমানুষিক ঘটনায় মর্মাহত নারী সংহতি নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে ।  এ ঘটনায় সিরাজউদ্দৌলা ও তার সহযোগীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই।’

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস