X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহী ভুটান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ০২:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১০:৩৯

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং

ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং। এই ঘাটতি পূরণে ভুটানের সরকারি হাসপাতালে কাজ করার জন্য বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

রবিবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এসব আলোচনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং।

এসময় ভুটানের হেলথ ট্রাস্ট ফান্ডে প্রয়োজনীয় ওষুধ অনুদান দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. লোতে শেরিং। এছাড়া দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে উভয় দেশের আরও মোট ২৬টি পণ্য শুল্কমুক্ত বাণিজ্যের বিষয়েও কথা হয়েছে। এর মধ্যে ভুটান প্রস্তাব করেছে ১৬টি ও বাংলাদেশ প্রস্তাব করেছে ১০টি পণ্যের নাম।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে পণ্য সরবরাহের জন্য ট্রানজিট সুবিধা শিগগিরই চূড়ান্তের ব্যাপারে আগামীর বাণিজ্য-সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার ব্যাপারেও কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। এছাড়া দুই দেশের মধ্যে পানিপথে কার্গো পরিবহনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরকে অভিনন্দন জানিয়েছেন তারা।

আরও বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে দেওয়া ইন্টারনেট ব্যান্ডউইথ ও স্যাটেলাইট সেবা সরবরাহের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডা. লোতে শেরিং।

দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষিখাত, লোকপ্রশাসন প্রশিক্ষণ, পর্যটন শিল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, পানিপথ ব্যবহারে দুই দেশের বাণিজ্য প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রসঙ্গত, ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং। তিনি এদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন। গত বছর প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা