X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ত্রিপোলি দূতাবাসে বাংলাদেশিদের নিবন্ধনের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৯:১৮আপডেট : ০১ মে ২০১৯, ১৯:২১

আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারপন্থী বাহিনীর টহল। ত্রিপোলির উপকণ্ঠ থেকে ছবিটি সম্প্রতি তোলা। (রয়টার্স) লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ কারণে আগাম সতর্ক ব্যবস্থা হিসেবে সেখানে অবস্থানকারী বাংলাদেশিদেরকে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। তাদেরকে প্রয়োজনে যেন দ্রুত সরিয়ে নেওয়া যায়,সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ত্রিপোলিতে পরিস্থিতি ভালো না। আমরা এরইমধ্যে ৩০০ বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি। কারণ, যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে তার খুব কাছে তারা অবস্থান করছিল।’

তিনি জানান, ত্রিপোলিতে অবস্থানকারী বাংলাদেশিদেরকে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে পরিস্থিতির অবনতি হলে দ্রুততার সঙ্গে তাদেরকে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বাংলাদেশে বা অন্য কোনও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়।

এই কর্মকর্তা বলেন, ‘নিবন্ধনের সময়ে তাদের কাছ থেকে কাগজপত্রসহ আরও কয়েকটি তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেমন— তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায়, তারা কোথায় থাকে ইত্যাদি। আমরা এরইমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং  জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোকে এ বিষয়ে অবহিত করেছি। তারা আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

সরকারের এই কর্মকর্তা জানান, প্রায় দুই সপ্তাহ আগে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা ভালো সাড়া পাচ্ছি।

ত্রিপোলিতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। বর্তমানে সেখানে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে ত্রিপোলিভিত্তিক গভর্নমেন্ট অফ ন্যাশনাল একর্ডের যুদ্ধ চলছে। এছাড়া, বেনগাজিতে প্রায় ১০ হাজারের মতো বাংলাদেশি কর্মরত আছেন,তবে সেখানে ত্রিপোলির মতো গোলযোগ নেই।

উল্লেখ্য, ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের সময় প্রায় ৪০ হাজারের মতো বাংলাদেশিকে লিবিয়া থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন