X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উন্নয়নের তথ্য জনগণকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তথ্য কর্মকর্তারা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মে ২০১৯, ২৩:৫৪আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২১

 

 

তথ্য কর্মকর্তাদের ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ





তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে। আমরা স্বল্প আয় থেকে মধ্যম আয়ের ও খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। বিস্ময়কর উন্নয়নের এসব তথ্য জনগণের কাছে পৌঁছাতে তথ্য ক্যাডারের অফিসাররা যে ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় দেশের বিস্ময়কর উন্নয়নের তথ্য জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে সুচিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগে নিবেদিত হতে তথ্য ক্যাডারের অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘তথ্যপ্রবাহের এই কাজকে আরও যুগোপযোগী ও কার্যকর করে তুলতে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও উদ্ভাবনী পরিকল্পনা সরকারকে সহায়তা করবে।’
ড. হাছান মাহমুদ এসময় তথ্য ক্যাডারের অফিসারদের শূন্যপদ পূরণ ও দ্রুত পদোন্নতির বিষয়গুলো যত্নের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
তথ্যসচিব আবদুল মালেক তার বক্তৃতায় তথ্য ক্যাডারের অফিসারদের চাকরির বিভিন্ন দিক ও উন্নয়ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে ও মহাসচিব ফয়জুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে তথ্যসচিব আবদুল মালেক, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও মো. মিজান-উল-আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারসহ তথ্য ক্যাডার ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বাসস

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা