X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইরান-উত্তর কোরিয়া নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করতে চায় ওয়াশিংটন

শেখ শাহরিয়ার জামান
০১ জুন ২০১৯, ১৫:০০আপডেট : ০১ জুন ২০১৯, ১৫:৩২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আগামী ১০ জুনের মধ্যে অনুষ্ঠেয় পার্টনারশিপ সংলাপে ইরান ও উত্তর কোরিয়া নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক ও জ্বালানি অবরোধ আরোপ করেছে। অন্যদিকে কোরিয়া উপদ্বীপ নিউক্লিয়ার বোমামুক্ত করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে দর কষাকষি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পার্টনারশিপ সংলাপের জন্য প্রস্তাবিত এজেন্ডায় ইরান ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।’ তিনি জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় ওই সংলাপে আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র দেশ দুটির বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ঢাকার সহায়তা চাইবে।

ঢাকার অবস্থান বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্ভর করে পরিস্থিতি এবং প্রেক্ষাপটের ওপর। কিন্তু সাধারণভাবে আমাদের নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ সবসময় শান্তি ও সম্প্রীতির পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে। ইরান ও উত্তর কোরিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উভয় দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের।’

শমসের মবিন চৌধুরী উল্লেখ করেন, সম্প্রতি ওয়াশিংটন ইরান বিষয়ে তার অবস্থান নমনীয় করেছে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর তার আস্থা আছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধান সবসময় চেয়েছে এবং আমার মনে হয় না এটি পরিবর্তিত হবে।’

ইরান বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে বর্তমানে অনেক সমস্যা আছে এবং সেখানে ইরান নিয়ে নতুন কোনও সমস্যা তৈরি হোক, এটা বাংলাদেশ চায় না।’

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘আমরা এই বিবাদের কোনও পক্ষ নই এবং অধিকাংশ ক্ষেত্রে কেউ কিছু জানাতে চাইলে আমরা শুনি।’

ঢাকার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক না হলে আমরা সাধারণভাবে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে জটিলতার মীমাংসার কথা বলে থাকি বলে তিনি জানান।

শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা সবসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য উৎসাহিত করে থাকি।’ ইরানের বিষয়ে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে ব্যবসা ও বাণিজ্য বাড়ানোর সুযোগ এবং এই বিষয়ে অবস্থানের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিষয়াদি বিবেচনা করতে হবে।’

উত্তর কোরিয়া বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বড় রাষ্ট্রের উচিত হবে উত্তর কোরিয়াকে উৎসাহিত করা, যাতে তারা মূলধারার অর্থনীতিতে পরিণত হতে পারে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে কোনও সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন।’ 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী