X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ০১:৩৫আপডেট : ১১ জুন ২০১৯, ০১:৪৩

 

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সেপ্টেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত পর্যায়ে বড় ধরনের রদবদল হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি সোমবার (১০ জুন) সাংবাদিকদের তার দফতরে বলেন, ‘আমি আসার পর বড় ধরনের কোনও পরিবর্তন করিনি। আগামীতে আমরা পরিবর্তন করবো। কারণ, অনেকের অনেক বছর হয়ে গেছে।’

উল্লেখ্য, জানুয়ারি মাসে দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীতে আমরা পরিবর্তনের ইচ্ছা রাখি এবং এগুলো আমাদের করতে হবে সেপ্টেম্বরের আগে, কারণ ওই সময়ে স্কুল শুরু হয়। যারা নতুন জায়গায় যাবেন তাদের সন্তানদের যেন পড়াশোনার কোনও অসুবিধা না হয়। আমাদের সরকারের একটি আইন হচ্ছে তিন বছর কোথাও থাকলে পরে তাকে অন্য জায়গায় পাঠানো হয়।’

উল্লেখ্য, বাংলাদেশের ৭০ এর অধিক মিশনে অন্তত ২০জন রাষ্ট্রদূত ও মিশন প্রধান আছেন, যারা এক জায়গায় তিন বছরের বেশি কর্মরত আছেন অথবা যারা ১০ বছরের অধিক সময় ধরে বিদেশে রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেন।

তিন বছরের বেশি অথবা ১০ বছরের অধিক সময় ধরে থাকা মিশন প্রধানদের তালিকা

Ambassador

Country/city

Current posting date 

Left country 

M Abu Zafar

Austria

04/12/2014

04/12/2014

Mohammed Shahdat Hossain

Belgium

05/09/2016

05/07/2006

M Fazlul Karim

China

31/10/2014

03/01/2006

Muhammad Abdul Muhith

Denmark

31/08/2015

19/08/2012

Kazi Imtiaz Ahmed

Germany

17/01/2017

25/09/2006

Md Jasim Uddin

Greece

30/08/2015

30/08/2015

Muhammad Enayet Hossain

Jordan

01/12/2013

01/09/2009

Md Zulfiqur Rahman

Brazil

 

22/08/2010

Supradip Chakma

Mexico

06/12/2014

08/10/2009

Mashfee binte Shams

Nepal

30/05/2013

30/05/2013

Sheikh Mohammed Belal

Netherlands

06/03/2014

06/03/2014

Noor-E Helal Saifur Rahman

Karachi

14/01/2015

14/01/2015

Muhammad Mahfuzur Rahman

Poland

22/06/2015

22/06/2015

Ashud Ahmed

Qatar

25/10/2015

25/10/2015

Shabbir Ahmad Chowdhury

S Africa

06/04/2015

11/12/2008

M Shameem Ahsan

Switzerland

30/09/2014

28/12/2005

M Allama Siddiki

Turkey

31/12/2015

31/12/2015

Md Nazmul Quaunine

Thailand

 

10/07/2008

Masud bin Momen

UN PR

26/11/2015

16/08/2008

Mosud Mannan

Uzbekistan

16/09/2013

16/09/2013

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তার হতাশা ব্যক্ত করে বলেন, ‘বর্তমান অবস্থার যদি পরিবর্তন না হয়, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাই রাষ্ট্রদূত না হয়ে অবসরে চলে যাবেন।’

উল্লেখ্য, প্রত্যেক কূটনীতিকের অভিষ্ট লক্ষ্য হচ্ছে রাষ্ট্রদূত হওয়া।

তিনি বলেন, ‘তিন বছর মেয়াদে দুটি ঊর্ধ্বে তিনটি রাষ্ট্রদূত পোস্টিং করার ওই কূটনীতিক দেশে ফেরত না এলে রাষ্ট্রদূত হওয়ার যোগ্য জুনিয়র অফিসাররা কীভাবে বিদেশে যাবেন।’

বর্তমানে মহাপরিচালক হিসাবে কাজ করছেন এমন একাধিক কর্মকর্তা তাদের হতাশার কথা বলতে গিয়ে বলেন, ‘আমদের কাজের ধরন রবি থেকে বৃহস্পতি এবং নয়টা-পাঁচটা নয়। এখানে পররাষ্ট্র সচিব থেকে মহাপরিচালক এবং অধ্বস্থন কর্মকর্তাদেরও রাত পর্যন্ত কাজ করতে হয় এবং শুক্রবার বা শনিবার অফিস করতে হয়।

এত পরিশ্রম করার পর মিশন প্রধান হিসাবে পোস্টিং না পাওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। তাদের মতে এর ফলে তাদের কর্মস্পৃহার ওপর প্রভাব পড়তে পারে।

একজন মহাপরিচালক বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেন, তারা দেশে ফেরত আসতে আগ্রহী হননা বলে তাদেরকে দেশে ফেরত আনা হয়না।’

তাদেরকে দেশে ফিরিয়ে না আনাটা একটি ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘তারা ফেরত আসার পরে এক বা একাধিক উইং (অনুবিভাগ) এর দায়িত্বপ্রাপ্ত হলে অসুবিধা কোথায়।’

রাষ্ট্রদূতরা ফেরত আসার পরে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ বা আমেরিকাস, জাতিসংঘ অনুবিভাগ বা রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়া অনুবিভাগের অধীনে রায়েছে ভারত, পাকিস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের অধীনে আছে মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, পশ্চিম এশিয়া অনুবিভাগে আছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, পূর্ব এশিয়াতে আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ এর অধিক অনুবিভাগ ও ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমানে মাত্র দুইজন রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তা আছেন।

 

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা