X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমরা কথা বলতে গেলেই হাউকাউ করা হয়: বিএনপির এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৯:২৫আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:৩৩

জাতীয় সংসদ (ফাইল ছবি)

জাতীয় সংসদে কথা বলার সমান সুযোগ চাইলেন বিএনপির সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেন। মঙ্গলবার (১৮ জুন) আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা সংসদে কোনও কথা বলতে গেলেই উনারা (সরকারি দল) বিরোধিতা করার চেষ্টা করেন। কোনও কথা বলতে গেলেই হাউকাউ করা হয়। আপনারা শুধু বলেই যাবেন, বলতে দেবেন না –এটা হতে পারে না। আপনারা গলাবাজি করবেন, আর আমরা কিছু বলতে পারবো না –এটা হয় না। আমাদের বলার সুযোগ দিতে হবে।’

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট আলোচনায় বিএনপির এই এমপিকে প্রথমে ১০ মিনিট সময় দেওয়া হলেও পরে আরও ৪ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।

যেখানে বিরোধিতা নেই সেখানে স্বেচ্ছাচারিতা ও একনায়কতন্ত্রের জন্ম হয় মন্তব্য করে বাজেট আলোচনায় বগুড়া-৪ আসনের এমপি মোশাররফ হোসেন বলেন, “এই সংসদে আমরা কথা বলার জন্য এসেছি। আমরা সংসদে আসার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনারা সংসদে আসেন, মনের অভিব্যক্তি প্রকাশ করেন।’ কিন্তু সংসদে এসে দেখছি, আমরা কোনও কথা বলতে গেলেই হাউকাউ করা হয়। এটা কেন? আমরা তো ৫-৬ জন। পুরো সংসদে তো আপনারাই। ৫ জনের কথা শুনতে এত অসুবিধা কী? আপনারা শতভাগ আছেন, আমরা না হয় ৫ শতাংশ আছি। আমাদের কথা বলার সমান সুযোগ দিতে হবে। কথা বলতে দিতে হবে।”

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও তারেক রহমান এদেশের জন্য অনেক কিছু করেছেন। জিয়াউর রহমানকে খুনি ও তারেক রহমানকে লুটেরা বলা হয়। উনাদের বিরুদ্ধে কথা বলা হলে আমরা অবশ্যই তার জবাব দিতে পারি। জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন, সেই কবিতা বাংলাদেশে এখনও বাজে। তাহলে এটা শুনতে কেন অসুবিধা?’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া