X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রিফাত হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৩:৫৫আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:৫৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বরগুনায় রিফাত শরীফকে হত্যার ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খুন করা এবং একে উৎসাহিত বা প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। ফেনীর সোনাগাজীতে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যেমন কেউ রেহাই পায়নি, এক্ষেত্রেও কেউ ছাড় পাবে না।’
সোমবার (১ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রিফাত হত্যায় প্রধানমন্ত্রী দোষীদের গ্রেফতারে নির্দেশ দিয়েছেন। সরকার প্রধানের এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার হয়েছে। বাকিরাও গ্রেফতার হবে।’
মন্ত্রিসভায় কোনও রদবদল হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা বাড়ানোর বিষয়টি আমি নিজে এখনও জানি না। যদিও এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে মন্ত্রিপরিষদের কিছু পদ খালি আছে।— যেমন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এগুলো পূরণ হবে। ছয় মাসেই কারও পারফরমেন্স যাচাই করা সম্ভব নয়। তবে মন্ত্রিপরষদের পরিবর্তন বা সম্প্রসারণ, অথবা দায়িত্ব বন্টন খুব সহজেই হচ্ছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে আসলে জানা যাবে।’
দেশ জঙ্গিমুক্ত হয়েছে, এতে সরকার আশ্বস্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কার ঘটনার পর বিশ্বের কেউই বলবে না যে তারা স্বস্তিতে আছে। নরওয়ে, নিউজিল্যান্ডেও জঙ্গি হামলার ঘটনা ঘটছে। তবে আমরা আতঙ্কিত নই, সতর্কতা অবলম্বন করছি। ’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কাউকে আমাদের দলীয় ও সরকারি কর্মকাণ্ডে কোথাও সমর্থন করছি না। এ ক্ষেত্রে আমাদের আগের সিদ্ধান্ত বহাল আছে। ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দলের সদস্য বই সংগ্রহ চলবে। ২১ জুলাই থেকে চলবে সদস্য সংগ্রহ অভিযান। ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেছে, অথচ দলের সদস্য নন, এমন সমর্থকদের সদস্য করতে হবে। আমরা তাদের দলে নেবো। এদের মধ্যে কেউ স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কিনা তা আমরা দলীয়ভাবে ও গোয়েন্দার মাধ্যমে খতিয়ে দেখবো।

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া