X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু পরিস্থিতিতে ‘নিষ্ক্রিয়’ কাউন্সিলরদের নিয়ে দুই সিটির সভা

শাহেদ শফিক
২২ আগস্ট ২০১৯, ০৩:০৮আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৩:১২

ডিএনসিসি ও ডিএসসিসি

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) অবশেষে সংশ্লিষ্ট কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছে। ডেঙ্গু পরিস্থিতিসহ নিজ এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের তদারকির দায়িত্ব নেওয়ার পর কাউন্সিলরদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের পর সংস্থা দুটি এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি দুই সংস্থা পৃথক দুটি সভার মাধ্যমে কাউন্সিলরদের মাঠে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে।

২০১৭ সালে কাউন্সিলরদের দাবির প্রেক্ষিতে রাজধানী ঢাকার সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলার অভিযোগ তুলে মশকনিধন কর্মীদের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছিলেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলররা। সে অনুযায়ী কর্মীদের বেতন ও হাজিরা নির্ধারণসহ নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় তাদের। অভিযোগ ওঠে,  দায়িত্ব গ্রহণের পর এ কাজ থেকে উধাও হয়ে পড়েন তারা। উপরন্তু, মশার ওষুধ চুরি, কর্মীদের সঙ্গে লিয়াজোঁ করে বেতনের টাকা ভাগাভাগিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর পর থেকেই নগরীতে চিকুনগুনিয়া ও ডেঙ্গুও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে গত সোমবার ‘মশকনিধন কর্মীদের দায়িত্ব কাউন্সিলররা নেওয়ার পর বেড়েছে চিকুনগুনিয়া-ডেঙ্গু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

কাউন্সিলরদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈঠক

বিষয়টি নিয়ে কোনও কর্মী প্রকাশ্যে কথা বলতে না চাইলেও একাধিক মশক নিধনকর্মী বলেন, ‘মশার ওষুধ কাউন্সিলরের বাসা কিংবা অফিস বা সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হয়। তাদের ওখানে গিয়ে হাজিরা দিতে হয়। তারা যে ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধই ব্যবহার করি। অনেক ওষুধ তারা রেখে দেন। পরে সেগুলো বিভিন্ন মশার কয়েল উৎপাদনকারীদের কাছেও বিক্রি করে দেওয়া হয় শুনেছি।’

এ প্রেক্ষিতে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার এলাকার কাউন্সিলদের নিয়ে সভা করেন। এসময় তিনি ডেঙ্গু পরিস্থতিটি নিয়ন্ত্রণে মশা নিধন ও এলাকার পরিচ্ছন্নতাকাজে কর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন। পাশাপাশি নাগরিকদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতা তৈরি করার জন্য তাগিদ দেন। কর্মীদের যাতে ভালোভাবে মনিটরিং করা হয় সে বিষয়েও নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

কাউন্সিলরদের নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বৈঠক

আর বুধবার বিকেলে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের নিয়ে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে মশক নিধন এবং পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভা আয়োজন করে। সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী কাউন্সিলরদের কাজে গতি বাড়ানোর জন্য উৎসাহ দিয়ে তাজুল ইসলাম এমপি বলেন, নিজ এলাকার সবচেয়ে বেশি মশা নিধনকারী কাউন্সিলরকে প্রশিক্ষণ গ্রহণের জন্য বিদেশ পাঠানো হবে। পাশাপাশি দলীয় ভাল পদে অধিষ্ঠিত করার সুপারিশও করা হবে। আর যারা এডিস মশার লার্ভা ধ্বংসে কম কাজ করবে তাদেরকে তিরস্কার করা হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাউন্সিলরা কাজ করছেন না, এটা সঠিক না। এর পরেও চলমান পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাইকে নিয়ে একাধিক বৈঠক করেছি, আরও করব। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবধরণের পদক্ষেপ বাস্তবায়ন করতে।’

আতিকুল ইসলাম বলেন, আমরা কাউন্সিলরদের পুরস্কৃত করতে চাই। যে সব কাউন্সিলর নিজ নিজ এলাকায় মশক নিধনে অগ্রণী ভূমিকা পালন করবেন আমরা তাদেরকে বিদেশে উচ্চতর প্রশিক্ষণসহ মর্যাদা অর্জনের ব্যবস্থা করব। একই সঙ্গে ক্রেডিবল মানুষ হিসেবে রাজনীতিতে সুযোগ পাওয়ারর জন্য রিকমান্ড করব।’

 

 

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা