X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা পরিচালনা পরিষদের নৈরাজ্য থামাতে কঠোর হচ্ছে সরকার

এস এম আববাস
২৪ আগস্ট ২০১৯, ১৪:০০আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৫:৫৩

মাদ্রাসা দেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে নৈরাজ্যের অভিযোগ দীর্ঘদিনের। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পরিষদ গঠন বা নির্বাচন থেকে শুরু করে দাতা সদস্য নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আরও বেড়েছে। অধ্যক্ষ বা সুপার, পরিচালনা পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বছরের পর বছর। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসাগুলোতে এ নৈরাজ্য বন্ধে ও পাঠদান স্বাভাবিক করতে সরকার কঠোর হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) একেএম জাকির হোসেন ভুঞা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমস্যা সমাধানে আমরা কঠোর হচ্ছি। মাদ্রাসা শিক্ষা বোর্ড এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং কমিটি প্রধানসহ সদস্যদের কার্যপরিধি নিয়ে প্রস্তাব দেওয়া হবে। সমস্যা সমাধানে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সঙ্গে মন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশের ৯৪টি মাদ্রাসা চিহ্নিত করা হয়েছে যেসব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পরিষদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ১ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড এসব মাদ্রাসা পরিচালনা পরিষদের সমস্যা সুনির্দিষ্ট করতে জেলা শিক্ষা অফিসারদের সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরেজমিন পরিদর্শন করে সমস্যা সুনির্দিষ্ট করে এক সপ্তাহের মধ্যে তা প্রতিবেদন আকারে পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যে জানা গেছে, ৯৪টি মাদ্রাসার কমিটি গঠন ও কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ। অধ্যক্ষ বা সুপার এবং পরিচালনা পরিষদ বা ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধেই প্রায় সব অভিযোগ। বিগত সময়ে অধ্যক্ষ বা সুপারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও তা খুব বেশি কাজে লাগেনি।

চিহ্নিত ৯৪ মাদ্রাসার মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ১৩টি, রংপুর বিভাগ ২৭, খুলনা ১২, বরিশাল ১৫ এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৪টি মাদ্রাসা রয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে, চিহ্নিত মাদ্রাসাগুলোর মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর তায়িদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে একাধিক ব্যক্তিকে স্থানীয় সংসদ সদস্য কমিটির সভাপতি মনোনয়ন দেওয়ায় সমস্যা সৃষ্টি হয়। কুমিল্লার দেবীদ্বার উপজেলার নাবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পদ নিয়ে সিভিল রিভিশন মামলার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহিষা বাদুরিয় দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন ও বাতিল, গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটি নিয়ে বিরোধ এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। ৯৪টি মাদ্রাসার অন্যগুলোতেও এমন সমস্যা রয়েছে বলে জানা গেছে। 

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া