X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘বিএনপি-জামায়াতের কারণেই রাজনৈতিক সম্পর্কে দেওয়াল উঠেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২০:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:০৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপি-জামায়াতের কারণেই রাজনৈতিক সম্পর্কে দেওয়াল উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর খুনিদের পুরস্কৃত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর বিএনপি-জামায়াতের সরাসরি পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। যে কারণে আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। এখন একদল আরেকদলের সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত যেতে বাধা পায়।’

রবিবার (২৫ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘হত্যাকারী ও তাদের সহযোগী সমান অপরাধে অপরাধী। ১৫ আগস্টের খুনিদের নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন জিয়াউর রহমান। এমনকি তাদের রক্ষায় আইন পর্যন্ত করা হয়েছে। সেই ইতিহাস আমরা কী করে ভুলে যাবো? ১৫ আগস্ট ও পরবর্তী ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে যে অলঙ্ঘনীয় দেওয়াল সৃষ্টি করা হয়েছিল, সেই দেওয়াল আরও উঁচু হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে। এরপরও কর্মসম্পর্ক সৃষ্টিতে শেখ হাসিনা উদারতা কী কম দেখিয়েছেন? তিনি খালেদা জিয়ার ছেলের মৃত্যূর পর তাকে সান্ত্বনা দিতে গিয়ে বিরূপ আচরণের স্বীকার হয়েছিলেন। সংলাপের দাওয়াত দেওয়ার জন্য খালেদা জিয়াকে ফোন করে দুর্ব্যবহারের স্বীকার হয়েছেন।’

এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা পুরস্কৃত না হলে এবং পৃষ্ঠপোষকতা না পেলে পরবর্তীতে আরেক দল খুনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খুন করতে সাহস পেতো না। হত্যা হত্যাকে ডেকে আনে। যে বুলেট শেখ হাসিনা শেখ রেহানাকে এতিম করেছে, সেই একই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে। পরিণতি কারও জন্য ভালো নয়। হত্যাকাণ্ডের রাজনীতির পরিণতি সবার জন্য খারাপ।’

শোক দিবসের আলোচনায় আরও বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ প্রমুখ।

 

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট