X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘রওশনকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিতে স্পিকারকে চিঠি দেবেন জিএম কাদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০





রওশন এরশাদ ও জিএম কাদের সংসদীয় দলের সভায় সর্বসম্মতভাবে রওশন এরশাদকে সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, রওশনকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্পিকারকে চিঠি দেবেন।

তবে বিরোধীদলীয় উপনেতা কে হবেন, তা এখনও ঠিক হয়নি জানিয়ে তিনি আরও দাবি করেন, দলের মধ্যকার সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের লবিতে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমাদের সংসদীয় দলের সভা হয়েছে। এতে ২৫ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে— রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘গতকাল এ পাশের ৫ জন, ও পাশের ৫ জন মিলে আমরা ১০ জন বসেছিলাম। সেখানে সংসদে বিরোধী দলের নেতা ও দলের চেয়ারম্যানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলো সম্মেলনে ঠিক করে নেবো।’
রাঙ্গা বলেন, ‘রংপুর-৩ আসনের নির্বাচনে সবাই মিলে আমরা চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। তিনি সাদের নাম ঘোষণা করেছেন।’
বিরোধীদলীয় নেতা কে হবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধীদলীয় উপনেতা এখনও ঠিক হয়নি। উপনেতার বিধান হচ্ছে, যিনি বিরোধীদলীয় নেতা হন, তিনি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ঠিক করেন।’
রওশনকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘স্পিকারের কাছে কোনও চিঠি এখনও দেওয়া হয়নি। চেয়ারম্যান নিজেই স্পিকারকে একটা চিঠি দেবেন। এতে তিনি রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিতে বলবেন।’
অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “আমাদের গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী ‘চেয়ারম্যান ক্যান ডু এনিথিং’—সেটার সংযোজন-বিয়োজন প্রয়োজন হলে আমরা তা করবো।” এটাকে আরও গণতান্ত্রিক করা হবে বলে জানান তিনি।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক