X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তাজিয়া মিছিলে হাজারও মানুষ, হোসেনের স্মরণে মাতম (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬

 


‘হায় হোসেন, হায় হোসেন’  করে  মিছিলে বুক চাপড়ে শোকের মাতাম হাজারো মানুষের। ১০ মহররম কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) শহীদ হন। তার মৃত্যুর এ দিনটিতে শোক প্রকাশ করে শিয়া অনুসারীরা বের করেন তাজিয়া মিছিল।

১০ মহররম পবিত্র আশুরার এ দিনটিকে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপনে সকাল সাড়ে ১০টার দিকে শোকের স্মৃতি নিয়ে রাজধানীর হোসনি দালাল থেকে বের হয় তাজিয়া মিছিল। শোক প্রকাশে বুক চাপড়ে মাতম করেছেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।

মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে বিবি ফাতেমাকে স্মরণ করে। এছাড়া, লাল, কালো, সবুজসহ নানা রঙের নিশান বহন করছেন মিছিলের অংশগ্রহণকারীরা।

রাজধানীতে তাজিয়া মিছিল

২০১৫ সালে  তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসনি দালান এলাকায় বোমা হামলা হয়। এরপর থেকেই নিরাপত্তায় কড়াকড়ি করে পুলিশ। বদলে যায় তাজিয়া মিছিলের নানা কার্যক্রম। কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণে মিছিলে বুক চাপড়ানো, জিঞ্জির (একাধিক ধারালো ছুরি বা ব্লেড দিয়ে তৈরি) দিয়ে শরীরে আঘাত করা ছিল তাজিয়া মিছিলের অন্যতম কর্মসূচি। তবে এখন পুলিশের নির্দেশনায় আগের মতো তাজিয়া মিছিলে হয় না জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করা। তারপরও অনেককেই লুকিয়ে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত হতে দেখা গেছে।
তাজিয়া মিছিলকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোসেনি দালানকে নিরাপত্তা বেষ্টনীতে রাখেন। তাজিয়া মিছিলেও ছিল পুলিশের কড়াকড়ি। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দর্শনার্থীদের দেহ তল্লাশি করে হোসনি দালানের ভেতরে ঢুকতে দেওয়া হয়। হোসনি দালান থেকে জিগাতলা পর্যন্ত প্রতিটি মোড়ে ছিল পোশাকে ও সাদা পোশাকে পুলিশের উপস্থিতি। বাড়ির ছাদেও ছিল পুলিশের ডিউটি।  মিছিলের সামনে-পেছনে, ডানে-বামে ও মাঝখানে পুলিশের পাশাপাশি ডিবি ও গোয়েন্দা সদস্যদের দেখা গেছে।

তাজিয়া মিছিলে শোকের মাতম

আগে তাজিয়া মিছিলে ঢাল-তলোয়ার, ছুরি নিয়ে আসার প্রচলন থাকলেও বর্তমানে পুলিশের নিষেধাজ্ঞায় এসব আর দেখা যায়নি।

এই মিছিলের মধ্য দিয়ে কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ  হাজারো মানুষের শোকের মাতমে মিছিল এগিয়ে চলে ধীরে ধীরে। পুরো আয়োজন ব্যবস্থাপনায় ছিল হোসেনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সদস্য মো. আসিফ বলেন, ‘কারবালায় ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুতে যা হয়েছে সেটিই তাজিয়া মিছিলে প্রদর্শন করা হয়। বেশিরভাগ মানুষ শোককে ধারণ করে কালো পোশাক পরেন। বুক চাপড়ে মাতম করেন।’

শোকের প্রতীক হিসেবে কালো পোশাক পরেন মিছিলে অংশগ্রহণকারীরা

শুধু মিছিলে অংশ নিতে নয়, মিছিল দেখতেও এসেছেন অনেকে। বাসাবাড়ির বারান্দায়, রাস্তার দু’পাশে ছিল শত শত দর্শক। মুসলমানদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদেরও দেখা গেছে উৎসুক হয়ে মিছিল দেখতে। মিছিলে লম্বা বাঁশের মাথায় নানা রকম পতাকা বহন করা হয়। কেউ কেউ সুর তুলে শোকের গান  গাইতে থাকেন। মিছিলে দু’টি ঘোড়াও ছিল। এরমধ্যে একটি ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে দিয়েছেন ভক্তরা। আবার ঘোড়ার পায়ে দেওয়া দুধ অনেকেই নানা নিয়তে পান করেছেন। কেউবা শরীরে মেখেছেন। মিছিলে ইমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে। অনেকেই কবুতর, মুরগি, হাঁস দান করেছেন সেখানে। তাজিয়া মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি দুই নম্বর সড়কের লেক পাড়ে গিয়ে শেষ হয়। এখানে ভক্তরা লেকের পাশে নামাজ আদায় ও দোয়া পাঠ করেন।

ফুটপাতে বসে তাজিয়া মিছিল দেখেছেন অনেকে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শোকের মিছিল সমাপ্ত হয়েছে। পুরো কর্মসূচি চলাকালে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন শিয়া অনুসারীরা

 

ছবি: সাজ্জাদ হোসেন

 

/সিএ/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের