X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাছাই কমিটি এই সুপারিশ চূড়ান্ত করবে। একইসঙ্গে কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের সুপারিশও করবে কমিটি। এরপর কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই তথ্য জানান।

গত ১ জুলাই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুর রহমান দায়িত্ব ছাড়ার পর চেয়ারম্যানের পদটি খালি হয়ে যায়। এরপর কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তিনিসহ অন্য সব সদস্যের মেয়াদ শেষ হয়েছে ৬ আগস্ট। এরপর থেকে অভিভাবক শূন্য রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

তবে, চেয়ারম্যানসহ নতুন সদস্য  নিয়োগে কাজ শুরু করেছে বাছাই কমিটি। গত, ৫ সেপ্টেম্বর কমিটি একদফা বৈঠক করে চেয়ারম্যানসহ অন্য সদস্যদের সুপারিশের বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমরা চেয়ারম্যানসহ অন্য সদস্য বাছাইয়ে একদফা বৈঠক করেছি। আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে। প্রত্যেক পদের বিপরীতে দুই জন করে সুপারিশ করা হবে।’ বাছাই কমিটির সুপারিশ থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মানবাধিকার আইন ২০০৯ অনুযায়ী চেয়ারম্যানসহ নতুন কমিশন নিয়োগে ৭ সদস্যের বাছাই কমিঠি গঠনের কথা বলা হয়েছে। আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এই বাছাই কমিটির সভাপতি হবেন। এর অন্য সদস্যরা হচ্ছেন—আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারি দল ও বিরোধী দলের একজন করে সংসদ সদস্য।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও