X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অক্টোবরে ভারত থেকে আসতে পারে ২০ রেল ইঞ্জিন: নূরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

সংবাদ সম্মেলনে কথা বলছেন রেলমন্ত্রী প্রতিবেশী দেশ ভারত থেকে অক্টোবর মাসে ২০টি রেল ইঞ্জিন আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সময় ২০টি রেল ইঞ্জিন আনার বিষয় বাস্তব রূপ লাভ করতে পারে বলে আশা করছি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ইঞ্জিন দিচ্ছে ভারতীয় রেল।’ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রেল ভবনে ভারত ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘রেলে লোকোমোটিভ সংকট রয়েছে। ভারতীয় ঋণে যেসব ইঞ্জিন আসার কথা, সেগুলো ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে। তার আগে রেলের ইঞ্জিন সংকট কাটাতে আমরা তাদের কাছে ক্রয় অথবা ভাড়ায় কিছু ইঞ্জিন চেয়েছি। কিন্তু তারা আমাদের ২০টি ইঞ্জিন বন্ধুত্বের নিদর্শন হিসেবে দিতে রাজি হয়েছে। এরমধ্যে ১০টি মিটারগেজ এবং ১০টি ব্রডগেজ।’ মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে রেল‌ওয়ের ২৩৩টি লোকোমোটিভ রয়েছে; যার ৬৮ শতাংশের আয়ুষ্কাল পেরিয়ে গেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচল সপ্তাহে চারদিন থেকে বাড়িয়ে ছয়দিন করার ব্যাপারে ভারতীয় রেলওয়ের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছি। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনের‌ও যাত্রা বাড়ানোর কথা হয়েছে।’

গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর চীন সফর করেন রেলপথমন্ত্রী। এ নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, চীন থেকে দেশটির রেল যোগাযোগের ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছেন; যা বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজে লাগবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!