X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক বসায় দুটি করে বৈঠক!

এমরান হোসাইন শেখ
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৮

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) এক বসায় দুটি করে বৈঠক করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকের ‘সংখ্যা বাড়ানোর জন্য’ এমনটি করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। অবশ্য কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজি দাবি করেছেন, তারা অডিট পর্যালোচনার গতি বৃদ্ধি করে অর্থবছরের সঙ্গে সমান তালে চলার জন্যই বেশি বেশি বৈঠক করছেন। এজন্য একই দিনে একাধিক বৈঠক হচ্ছে। তবে এক দিনে একই ব্যক্তির একাধিক বৈঠকে অংশগ্রহণে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদের অন্যান্য কমিটি একদিনে একটি বৈঠক করলেও হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি একই দিনে বৈঠক করছে দুটি করে। কমিটির অষ্টম ও নবম বৈঠক গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার হয়েছে ১০তম ও ১১তম বৈঠক। পরবর্তী বৈঠকের সময় এখনও নির্ধারণ না হলেও ওই বৈঠকের দিনেও একইসঙ্গে দুটি বৈঠক হওয়ার সম্ভাবনার কথা সংসদের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে।

বিগত দশম জাতীয় সংসদের কমিটিগুলোর বৈঠক পর্যালোচনা করে জানা গেছে, ওই সংসদের ৫ বছরে সর্বোচ্চ ৬০টি করে বৈঠক করলেও ব্যতিক্রম ছিল এই হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বাধীন ওই কমিটি ৫ বছরে ১০১টি বৈঠক করেছিল বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। ওই সময় কখনও একদিনে একটি, আবার কখনও একই বসায় দুটি করে বৈঠক হয়েছিল বলে সংশ্লিষ্ট কমিটি শাখা সূত্রে জানা গেছে। গতবারের ধারাবাহিকতায় এবারও হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি একই প্রক্রিয়া অনুসরণ করছে।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মাসে কমপক্ষে একটি করে বৈঠক করার কথা রয়েছে। তবে, হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিসহ অন্যান্য কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয় কার্যপ্রণালি বিধিতে বলা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজি বলেন, অডিট রিপোর্ট পর্যালোচনার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। বর্তমানে ২০১৯-২০ অর্থবছর চলছে। অথচ অডিট রিপোর্ট পর্যালোচনায় আমরা ২০১২-১৩ অর্থবছরে পড়ে আছি। এজন্য আমরা অর্থবছরের সঙ্গে তালা মেলাতে বেশি বেশি মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ফ্রি থাকলেও আমাদের কমিটির সদস্যদের আরও ব্যস্ততা রয়েছে। তারা বারবার আসতে পারেন না। এ কারণে যেদিন উনারা সময় দিতে পারছেন, আমরা একাধিক বৈঠক করছি।

কমিটির সদস্য ওয়াসিকা আয়শা খান বলেন, গতিশীলতার জন্যই দুটি করে বৈঠক করা হচ্ছে। এতে কমিটির বৈঠকের সংখ্যা বাড়বে এটা তো ভালো দিক। এর জন্য তো কমিটিতে বাহবা দেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি করে বৈঠকের সঙ্গে যাতায়াত ভাতা বা সম্মানী ভাতা উত্তোলনের কোনও বিষয় নেই। তার জানামতে সেই সুযোগ নেইও।

কমিটির সদস্য আহসানুল ইসলাম (টিটো) বলেন, আমাদের বৈঠকে আলোচ্যসূচিভিত্তিক বিভিন্ন দফতরের সম্মানিত কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের মাঝখানে তাদের বের করে দিয়ে বৈঠক করা শোভনীয় দেখায় না। এ কারণে একটি বৈঠক শেষ করে দিয়ে আমরা নিজেরা আবার বসি। এ কারণেই দুটি করে বৈঠক হয়েছে। তবে, সবক্ষেত্রে একই দিনে দুটি বৈঠক হবে এমনটি নয়।

এদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য সংসদ সদস্যরা যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা পেয়ে থাকেন। কোনও সংসদ সদস্য নিজের নির্বাচনি এলাকা থেকে এসে বৈঠকে অংশ নিলে সেই অনুযায়ী বিমান বা অন্যান্য যানবাহনের আসা যাওয়ার ভাড়া পেয়ে থাকেন। এর সঙ্গে আগে পরে মিলিয়ে ৫ দিনের মতো নির্ধারিত হারে দৈনিক ভাতা পেয়ে থাকেন। অবশ্য সংসদ অধিবেশন চলমান থাকা ও না থাকার সময় এই ভাতার পরিমাণ কম-বেশি হয়ে থাকে। তবে, একই দিনে একাধিক বৈঠকে অংশগ্রহণ দেখিয়ে অধিক ভাতা উত্তোলনের কোনও সুযোগ নেই।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (ফিন্যান্স ও গণসংযোগ) স্বপন কুমার বড়াল বাংলা ট্রিবিউনকে বলেন, কমিটির বৈঠকে অংশ নেওয়ার জন্য সদস্যরা দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা পেয়ে থাকেন। এর কিছু নিয়ম ও হার রয়েছে। তবে, একইদিনে একাধিক বৈঠকে অংশ নিলে একাধিকবার ভাতা পাওয়ার সুযোগ নেই।

সংসদ সচিবালয়ের উপসচিব (কমিটি-১) ফয়সাল মোর্শেদ বলেন, বৃহস্পতিবারের একটি বৈঠকে মূল এজেন্ডা ও অন্যটিতে মুজিববর্ষ পালনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির আগামী বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে ওই বৈঠকের দিনে একই সময় দুটি বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানান এই কমিটি অফিসার।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা