X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একাধিক চুক্তি স্বাক্ষর করবেন হাসিনা-মোদি, উদ্বোধন হবে ৩ প্রকল্প

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ০৯:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১১:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় দিল্লির হায়দারাবাদ হাউসে এই বৈঠক শুরু হবে। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। পুরনো ছবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার সংযোগ-সৌহার্দ্যের লক্ষ্যে চার দফা প্রস্তাব দিয়েছেন তিনি। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, আমরা আশা করছি পরিবহন, সংযোগ, সক্ষমতা অর্জন ও সাংস্কৃতিক খাতে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হবে। দুই নেতা যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করবেন। তবে কোন প্রকল্পগুলো উদ্বোধন হবে, সে বিষয়ে শনিবার জানা যাবে বলে জানান তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষর ও প্রকল্প উদ্বোধন ছাড়াও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন ও রোহিঙ্গা ইস্যুও আসবে। এই বৈঠকে আসামের নাগরিক তালিকার ওপর গুরুত্ব দেওয়া হবে না বরং দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক জোরালো করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।  

শেখ হাসিনার ভারত সফরের ফল কেমন হতে পারে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে তা নিয়ে আগেভাগে সিদ্ধান্ত জানাতে পারবো না। আমি কেবল কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে পারি...সম্পর্ক এতটা ঘনিষ্ঠ আগে কখনোই ছিল না। স্বাভাবিকভাবে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে মনোযোগ দেবে। এর মধ্যে থাকতে পারে বাণিজ্য ও সংযোগ। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায় নিয়ে চিন্তা করছি।’

দিল্লির হায়দারাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠিত হবে। পরে বিকেলে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। এছাড়া চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ভারত ত্যাগের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।   

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা