X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আমরা জনগণের বন্ধু হতে চাই: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২২:০৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:১৮

‘পুলিশ আমার বন্ধু' বিষয়ক আলোচনায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমরা জনগণের বন্ধু হতে চাই ও বন্ধু হিসেবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য দেশকে সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা। সমৃদ্ধশালী ও উন্নত দেশে পরিণত করা। সেজন্য কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে জনবান্ধব হিসেবে পরিণত করা হচ্ছে। পুলিশের কাজে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে ‘পুলিশ আমার বন্ধু' বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সপ্তাহব্যাপী ‘ছোটরা বলবে, বড়রা শুনবেন’ শীর্ষক ‘আমার কথা শোনো’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

শিশুরা প্রায় দেড়ঘণ্টা ধরে শিশুপাচার, ছেলেধরা আতঙ্ক, পুলিশকে কীভাবে বন্ধু ভাবা যায়, ফুটওভারব্রিজ, শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো বন্ধ করা, শিশু হত্যা ও যানজট ইত্যাদি বিষয়ে আইজিপির কাছে জানতে চায়। আইজিপি শিশুদের প্রতিটি প্রশ্ন শোনেন ও তাদের উপযোগী করে জবাব দেন।

শিশু হত্যার মতো ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নেয়, এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যেকোনও হত্যাই জঘন্য অপরাধ। শুধু শিশু হত্যা নয়, বাংলাদেশ পুলিশ যেকোনও হত্যার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধান করে থাকে।’

পুলিশকে কীভাবে বন্ধু হিসেবে পাওয়া যায় এমন প্রশ্নের জবাবে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘তোমরা যদি কখনও পথ হারিয়ে ফেলো, অথবা হারিয়ে যাও বা কোনও বিপদে পড়ো, তাহলে আশপাশে পুলিশকে খুঁজবে। পুলিশ তোমাদের সাহায্য করবে। পুলিশ সবসময়ই তোমাদের একজন কাছের মানুষ ও কাছের বন্ধু। তোমরা পুলিশের সাহায্যের জন্য ৯৯৯ নম্বরেও টেলিফোন করতে পারো।’ কখনও কোনও অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার, চকোলেট, পানীয় ইত্যাদি গ্রহণ না করার জন্য তিনি শিশুদের পরামর্শ দেন। কাউকে সন্দেহ হলে আশপাশের পুলিশকে জানানোর উপদেশ দেন আইজিপি।

বৈচিত্র্যপূর্ণ ও ভিন্নধর্মী এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অ্যাকাডেমির পরিচালক আনজীর লিটন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে শিশুরা নাচ ও গান পরিবেশন করে। পরে বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/জেইউ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!