X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জনগণের অধিকার সুরক্ষায় আইপিইউ'কে আরও সোচ্চার হতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২৩:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:৫১

আইপিইউ সম্মেলনে ড. শিরীন শারমিন চৌধুরী

জনগণের অধিকার সুরক্ষায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নকে (আইপিইউ) আরও সোচ্চার হতে বলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম আইপিইউ সম্মেলনে সারা বিশ্বের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটির প্রতিষ্ঠার ১৩০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

বাংলাদেশ আইপিইউর সদস্য হওয়ার প্রসঙ্গ টেনে ড. শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ আইপিইউ'র সদস্য পদ লাভ করে। সূচনালগ্ন থেকে আইপিইউ'র কার্যকর সদস্য হিসেবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় বেলগ্রেডে অনুষ্ঠানরত আইপিইউ'র ১৩০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ১৩৬তম আইপিইউ সম্মেলনের সফল আয়োজন করেছিল। সাবের হোসেন চৌধুরী ২০১৪-১৭ মেয়াদে আইপিইউ'র প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

স্পিকার আইপিইউ'র ১৩০তম বর্ষপূর্তিতে সদস্যভুক্ত সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান। এসময় তিনি জনগণের অধিকার সুরক্ষায় এবং গণতন্ত্রের উত্তরণে আইপিইউ'কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আইপিইউ'র সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং এবং সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মুর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান অংশগ্রহণ করেন।

সম্মেলনে ১৪০টি দেশের  ৮০ জন স্পিকার, ৬০জন ডেপুটি স্পিকারসহ দেড় হাজারের বেশি প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি