X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্পিকারের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৯:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৩

স্পিকারের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে দেখা করেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। আগামীতে দুই দেশের মধ্যকার এ সম্পর্ক আরও জোরদার হবে।’

দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বর্তমান সম্পর্ক আরও জোরদার করা সম্ভব জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।’ এসময় অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)-এর আসন্ন সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে ভিয়েতনামকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার অনুরোধও জানান তিনি।

স্পিকার তার ভিয়েতনাম সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এসময় তিনি ভিয়েতনামের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ এবং ৬৩তম সিপিএ সম্মেলনে ভিয়েতনাম অংশগ্রহণ করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্পিকার শিরীন শারমিন।

বাংলাদেশে সফলভাবে কার্যকাল সম্পন্ন করার জন্য ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়াকে অভিনন্দন জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য প্রসারে বাংলাদেশ-ভিয়েতনামের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।’ আইপিইউ এবং সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সংসদের প্রশংসা করেন তিনি।

ট্রান ভ্যান খোয়া বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ অনুকরণীয় হতে পারে।’ এসময় তিনি বাংলাদেশের জিডিপি ৮ শতাংশ অর্জনের প্রশংসা করেন। বাংলাদেশ এসডিজি অর্জনেও ভালো করছে বলে তিনি উল্লেখ করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা