X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জীবন-কর্মের ওপর চলচ্চিত্র নির্মাণে মিলবে সরকারি অনুদান

এমরান হোসাইন শেখ
২৯ অক্টোবর ২০১৯, ২৩:২৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:৩৩





বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণে মিলবে টাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এ উদ্যোগ নিয়েছে সরকার। কিছু শর্তসাপেক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০ লাখ এবং প্রামাণ্যচিত্র নির্মাণে পাওয়া যাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা।
তথ্য সচিব আবদুল মালেকের সই করা সরকারি মঞ্জুরি প্রদানের নিয়মাবলি ২০১৯ প্রকাশ করা হয়েছে। এতে অর্থ প্রাপ্তির শর্তে বলা হয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের টাকার ব্যবস্থাপনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের হাতে থাকবে। এর প্রযোজনায় থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে গঠিত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি।
নিয়মাবলিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধান করে ১৩ সদস্যের একটি মঞ্জুরি কমিটি এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠানকে (চিত্রনায়ক ফারুক) প্রধান করে সমসংখ্যক সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। বাছাই কমিটির সুপারিশে মঞ্জুরি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এতে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু, সংলাপ ও চিত্রনাট্য, মনোনীত শিল্পী ও কলাকুশলীর মান ও অভিজ্ঞতা, নির্মাতা বা পরিচালকের পূর্ব অভিজ্ঞতা, নির্মাণ সংস্থার কারিগরি, আর্থিক ও অবকাঠামো সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের স্থিতি হতে হবে অন্যূন ১৫-২০ মিনিট।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়া মঞ্জুরি কমিটির অন্য সদস্যরা হলেন, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম ভূইয়া, অভিনয় শিল্পী কবরী, এম এ আলমগীর এবং প্রযোজক ও পরিবেশক সমিতির খোরশেদ আলম খসরু। এই কমিটির সদস্য সচিব হবেন যুগ্ম সচিব (চলচ্চিত্র)।
আর চিত্রনায়ক ফারুককে সভাপতি করা বাছাই কমিটির সদস্যরা হলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক প্রফেসর মতিন রহমান, কাজী কামাল, অভিনয়শিল্পী রওশন আরা রোজিনা, রোকেয়া প্রাচী, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা পিপলু খান, মানজারে হাসিন মুরাদ ও রাকিব আহমেদ। বাছাই কমিটির সদস্য সচিব হচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)।
এ বিষয়ে জানতে চাইলে বাছাই কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, তাকে এ কমিটির প্রধান করার বিষয়টি তিনি আগেই অবহিত হয়েছেন। জাতির পিতার জীবন ও কর্মের ওপর চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের বাছাই কমিটির দায়িত্ব পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী