X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভোরের আগে উপকূল ছাড়বে ‘বুলবুল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ০৩:৫০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০৪:০২

ভোরের আগে উপকূল ছাড়বে ‘বুলবুল’  

ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের উপকূল হয়ে সুন্দরবন অঞ্চল দিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়া অধিদফতর বলছে, ভোরের আগেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে বাংলাদেশের স্থলভাগে অবস্থান করবে। বর্তমানে ঝড়টির ৮০ শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। বাকি ২০ শতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এসব তথ্য জানান, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি ক্ষয় করে দুর্বল হচ্ছে। একইসঙ্গে এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরের দিকে এটি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে।

ভোরের আগেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে বাংলাদেশের স্থলভাগে অবস্থান করবে বলে জানান আব্দুল মান্নান।

ঘূর্ণিঝড় বুলবুলের গতিবেগ কমে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমবে বলে প্রত্যাশা করছেন এই আবহাওয়াবিদ।

ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসলেও ঝড়ের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়ে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, উপকূলে জোয়ারের পিকটাইম ছিল রাত ৯টা। এরপর ভাটা শুরু হয়েছে। রাত ৩টার দিকে আবার নতুন জোয়ার আসবে। এ অবস্থায় ঘূর্ণিঝড় বুলবুল উপকূল হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় স্বাভাবিক জোয়ারের তুলনায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে খুলনা শহর ও আশপাশ এলাকায় রাত ১টার দিকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। এতে আতঙ্কে রয়েছে খুলনাবাসী।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বুলবুল এতটাই শক্তিশালী যে কেন্দ্র সুন্দরবনের বাংলাদেশ অংশে আসার আগেই খুলনা শহরের মানুষ তার তেজ উপলব্ধি করেছে। ঘূর্ণিঝড় বুলবুল খুলনা উপকূল অতিক্রমে ভোর পর্যন্ত অপেক্ষার প্রযোজন হতে পারে।

 

আরও পড়ুন:


‘বুলবুল’ দুর্বল হলেও ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা



যে কারণে এবারও ৯১ সালের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘বুলবুল’

আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন উপকূলবাসী

‘বুলবুল’ মোকাবিলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল, দুর্যোগ মোকাবিলায় ৮ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত সরকার: নৌ প্রতিমন্ত্রী

দুর্গতদের যেকোনও প্রয়োজনে ৯৯৯-এ কল করার অনুরোধ

সারাদেশে নৌ চলাচল বন্ধ

 


/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে