X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কোনও অবস্থাতেই ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দেওয়া হয়নি। আগে থেকেই তারা এ নদীর পানি পান করতো। আমরা বরং সেটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি। নদীর পানি প্রবাহের দু’শ ভাগের মাত্র একভাগ তারা পানীয় হিসেবে ব্যবহার করবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বাংলাদেশ ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিয়েছে’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার (১৬ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা বলতে ভুলেই গিয়েছিলেন বলে তিনি নিজেই উল্লেখ করেছিলেন। যে দলের নেত্রী দিল্লি  গিয়ে পানির কথা বলতেই ভুলে যায়, সে দল তো পানি নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখে না।’

বিএনপির ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ঘোষণার জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্ট তেল ও জলের মতো ঐক্য করার চেষ্টা করেছে, নির্বাচনেও তারা সফল হয়নি। বরং তাদের মধ্যে অবিশ্বাস, অনৈক্য আর ভাঙন ধরেছে। আমি তাদেরকে বলবো, আগে নিজেদের ঐক্য ধরে রাখার চেষ্টা করুন।’

বুয়েটের ছাত্র আবরার নিহতের ঘটনায় মার্কিন সরকারের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, কিছুদিন পরপরই যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজ, পাব-রেস্তোঁরাসহ বিভিন্ন স্থানে অস্ত্রধারীদের গুলিতে হতাহতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা আশা করবো, এগুলো বন্ধ হবে।

তথ্য মন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের চাকরির সুরক্ষার জন্য একটি বেতন কাঠামো অবশ্যই প্রয়োজন। এ নিয়ে আলোচনা চলছে।

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’